১। আমাদের বাড়ির সবাই দুই ভাই থেকে এখন বড় গুষ্টি হয়েছে আনুমানিক ৫০ ফ্যামিলি এখন সবাই আমরা আত্মীয়। একজন আমার প্রতিবেশি সে বয়সে আমার অনেক বড় সে আমাকে নাম ব্যঙ্গ করে ডাকে আমার নাম সাইফুল ইসলাম আমি কালো দেখে সে আমাকে কালা মানিক বলে ডাকে মাঝে মাঝে খারাপ লাগে। তার সাথে আমার এই বিষয় নিয়ে না অন্য কিছু নিয়ে কথা কাটাকাটি হয়।
★এখন আমার প্রশ্ন হচ্ছে সে আগে আমাকে কালা মানিক বললে বেশী খারাপ লাগতোনা কথা কাটাকাটির কারণে এখন বললে বেশি খারাপ লাগবে । তাকে সালাম দিলে তার সাথে কথা বললে সম্পর্ক ভালো করতে গেলে সে আবার আমাকে নাম ব্যঙ্গ করে ডাকবে। তার সাথে যদি না কথা বলি আমার কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে বা তিন দিনের বেশী কথা না বলে থাকার গোনাহ হবে?
২।একজনের সাথে আমার ঝামেলা হয় মারামারি হয়নাই সে আমার বন্ধু ছিলো। তার স্বভাব চরিত্র বেশি ভালো না নেশা করে আবার চুরি করে। সে আবার আমাদের বাড়ির মেয়েদের উত্ত্যক্ত করছে। তার স্বভাবের কারণে না অন্য কারনে তার সাথে ঝামেলা হয়। সে এখন সৌদি আরবে আছে ঝামেলা হওয়ার কারনে দেশে থাকতে কথা বলি নাই অনেক দিন। তার কাছে আমার প্রয়োজন নাই এখন যদি কথা না বলি তাহলে কি গোনাহ হবে?
৩।তিনদিনের বেশি কথা না বললে কোন ধরনের গুনাহ হবে কবিরা নাকি সগিরাহ
৪।এক হিন্দু স্যারের হক নষ্ট করছিলাম উনাকে ফোন দিছিলাম আমার নাম যখন বলছিলাম নেটওয়ার্ক এ একটু সমস্যা ছিলো আবার বলছিলাম তারপর স্যার বলল বলেন সিওর না নাম সুনছে কিনা আমি আমার অন্যায়ের কথা বলছি আর বলছি মাফ চাই স্যার বলল ঠিক আছে ছাত্র শিক্ষকের কাছে সন্তানের মত আমার রাগ নাই।
হিন্দু স্যারের কাছে কয়েকটা অন্যয়ের কথা বলি নাই যে উনার পিছনে অনেকের সাথে বলতাম উনি যে সুর দিয়ে পড়াতো সেটা যে আমি ক্লাসে ব্যাঙ্গ করতাম সেটা। একটা অন্যয়ের কথা সিওর না একবার মনে হয় স্যারকে বদনা দিয়ে পানি মারছি আরেকবার মনে হয় মারি নাই আবার মনে হয় এটা ধারনা যে পানি মারছি উপরে পরে নাই। আবার মনে হয় পরিকল্পনা করছি কিন্তু মারি নাই।স্যার যে বলছে ছাত্র শিক্ষকের কাছে সন্তানের মত আমার রাগ নাই এখন কিছু বিষয় বলিনি যে এখন কি আমার আবার মাফ চাইতে হবে?