আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমাদের বাড়িতে আমাদের দুটি বৈধ গ্যাস সংযোগ আছে।সংযোগ দুটির একটি ২য় তলায় এবং একটি নিচতলায় আছে আর আমরা সিলিন্ডার ব্যবহার করি।এখন ঈদের বন্ধে যেহেতু অনেক ভাড়াটিয়া গ্রামে চলে গিয়েছে সুতরাং সেই পরিমাণ গ্যাস ব্যবহৃত হচ্ছে না তাই চাচ্ছিল যেই কয়দিন ভাড়াটিয়ারা না আসে সেই কয়দিন আমাদের ৩য় তলায় গ্যাসের লাইন লাগাতে।আর দুই একদিন পরে একটি তলা সম্পূর্ণ খালি হয়ে যাবে।এখন উপরে নিচে মিলিয়ে এক তলা খালি হয়ে গেছে।এখন গ্যাস সংযোগ লাগানো কি জায়েয হবে?
জাযাকাল্লাহু খইরন