জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তাসবীর বা ফটো নাজায়েজ, সেই ভিত্তিতে কার্টুনও নাজায়েজ।
,
সুতরাং যদি কার্টুন এর পূর্ণ অবয়ব তথা কার্টুনে ব্যবহৃত প্রাণীর মাথা,মুখ,চোখ,নাক,কান ইত্যাদি স্পষ্টভাবে বুঝা যায়,তাহলে সেগুলোকে ব্যবহার করা যাবে না।কেননা এগুলো হাদীসে বর্ণিত নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত।
হাদীস শরীফে এসেছেঃ
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ يُجْعَلُ لَهُ بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسٌ فَيُعَذِِّبُهُ فِي جَهَنَّمَ
প্রত্যেক ছবিনির্মাতা জাহান্নামে যাবে, তার নির্মিত প্রতিটি ছবি পরিবর্তে একটি করে প্রাণ সৃষ্টি করা হবে, যা তাকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে। (বুখারী ২২২৫, ৫৯৬৩, মুসলিম ৫৬৬২)
হযরত আব্দুল্লাহ ইবনে উমর(রা.)থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ "
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,যারা ফটো বানায়, কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে এবং তাদের উদ্দেশ্যে বলা হবে,যা তোমরা বানিয়েছ তাতে জীবন দাও।[সহীহ বুখারী-৫৯৫১]
,
আরো জানুনঃ
,
কার্টুন এর ভিডিও দেখার বিধান সম্পর্কে জানুনঃ
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ""বিভিন্ন কার্টুন এর ছবি বা কার্টুন প্রাণীর ছবি লাগিয়ে মিমস, বা হাসির জিনিস,এগুলা সবই ছবির অন্তর্ভুক্ত,বিধায় তাহা নাজায়েজ।
,
★পায়খানা করার পর পায়খানার রাস্তা পরিষ্কার করার জন্য সাবান বা মাটি ব্যবহার আবশ্যক নয়।
টিস্যু ব্যবহার নিয়ে বিস্তারিত জানুনঃ
ঢিলা নিয়ে বিস্তারিত জানুনঃ