বাবা ব্যাংকার,রিটায়ার্ড করেছেন,
একমাত্র দুলাভাই ব্যাংকার,
একমাত্র ভাই রিসেন্টলি ব্যাংকে জয়েন করেছেন।
আমি পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান ও একজন মেয়ে ,
এদের ইনকামের কতটুকু আমার জন্য গ্রহণ করা জায়েজ?
উল্লেখ্য, আম্মু,চাকরি করে,আম্মুর ইনকাম সোর্স হালাল।
বোন চাকরি করে না,তবে ঢাকায় থাকার জন্য বোনের বাসায় যাওয়া লাগে,
আমি ঢাকায় থাকি,একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি,ইউনিভার্সিটির হলেই থাকি, বোনের বাসা ও ঢাকায়,বোন প্রতি সপ্তাহে যেতে বলে, টালবাহানা করলেও আর কত করা যায়,অন্তত মাসে একবার বা দুইমাসে একবার যাওয়া ই লাগে,তখন দুলাভাই এর ইনকাম থেকে খাওয়া লাগে।
তাছাড়া বোন জামাকাপড় ও কিনে দেয়।
বাবা ও ভাইয়ের ইনকাম থেকে কতটুকু আমার জন্য জায়েজ হবে?
আর দুলাভাই এর ক্ষেত্রে কী হবে? তার বাসায় যাওয়ার পর আমার করণীয় কী হারাম খাওয়াপরার ব্যাপারে?