আসসালামু আলাইকুম মাতুল্লাহি ওয়াবারকাতুহ।
সম্মানিত উস্তাদ,এই কয়েকটি বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি।অনুগ্রহ করে পয়েন্ট আকারে উত্তর দিবেন।
১/ আমাদের কলেজে বিবাহিত ছাত্রিদের ছাড়া আর বাকি সব ছাত্রিদের পড়া লিখার জন্য উপবৃত্তি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।দরিদ্র, ধনি সব অবিবাহিত ছাত্রিদেরই দিয়েছে।এখন যখন আমাদের কলেজের খরচের জন্য টাকার প্রয়োজন তখন দেখা যায় তারা উপবৃত্তি দেয়না।যখন প্রয়োজন নেই তখন দেয়।এখন যেমন, গতকাল আমাদের উপবৃত্তি দিয়েছে, কিন্তু আমাদের গত বছরই কলেজের পড়াশুনা শেষ হয়ে গেছে।অথচ তারা টাকা দিয়েছে গতকাল।এখন আমরা তো আর পড়ছি না।কারণ আমাদের পড়া শেষ।তাহলে এই টাকা কি আমরা আমাদের অন্য কোন কাজে খরচ করতে পারবো?
২/ আমি বিতির নামায পড়ার সময় শেষ বৈঠকে দোয়ায় মাসুরা পড়ে সবে মাত্র এক পাশে সালাম ফিরিয়েছি।ঠিক তখন আমার মনে হলো যে আমি দোয়ায় মাসুরায় এক স্থানে তিন আলিফের জায়গায় ভুল করে এক আলিফ টেনে ফেলেছি।তাই আমি আরেক পাশে সালাম না ফিরিয়ে দোয়ায় মাসুরা আবার পুরোটা পড়েছি বা যে জায়গায় কম টেনেছি সেই জায়গাটা শুদ্ধ করে পড়ে সাহু সিজদা দিয়ে তারপর দু পাশে সালাম ফিরিয়ে নামায শেষ করেছি।এখন আমার উক্ত বিতির নামায টা কি হয়েছে? নাকি আবার কাজা করবো?
৩/ একদিন বিতির নামায পড়ার সময় তৃতীয় রাকাত পড়ে পুনরায় আবার হাত বেধে দুয়ায় কুনুত না পড়ে,ভুল করে রুকু দিয়ে ফেলেছি।রুকু দেওয়ার পর মনে পড়লে তখন হাত বেধে দুয়া কুনুত পড়ে আবার রুকু দিয়েছি এবং শেষে গিয়ে সাহু সিজদা দিয়েছি।এখন নামায কি হবে?
৪/ আরেক দিনও বিতির নামাযে দুয়া কুনুত পড়তে ভুলে গেছি। তখন তৃতীয় রাকাতের এক সেজদা দেওয়ার পর মনে পড়লো যে দুয়া কুনুত পড়িনি,তখন আরেক সেজদা না দিয়ে দাঁড়িয়ে পুনরায় হাত বেঁধে দুয়া কুনুত পড়ে রুকু দিয়ে তারপর আবার ২সেজদা দিয়ে এবং শেষে সাহু সেজদা দিয়ে নামায শেষ করেছি।এখন নামায হয়েছে?
৫/ বাচ্চাদের পেছনে তাদের দোষ ত্রুটি কাউকে বললে সেটা কি গিবত হবে?
৬ / কেউ যদি অজুর স্থানে পস্রাব ফেলে এবং ভালো ভাবে ধুয়ে দেয় তাহলে সেখানে অজু করা যাবে?
৭/ কেউ যদি দাওয়াতে আমাদের কে মুরগির মাংস খাওয়ায় কিংবা কেউ যদি আমাদের জন্য মুরগির মাংস পাঠায় তাহলে আমরা সেটা সন্দেহহীন ভাবে খেতে পারবো?আবার বাজারে মুরগির শরীরের ভিবিন্ন অংশ আলাদা ভাবে কিনতে পাওয়া যায়।এগুলো কেনা যাবে? কারণ আমরাতো জানিনা এই মুরগি দোকানদার আল্লাহর নাম নিয়ে জবাই করেছে কিনা।