ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নিত্যপ্রয়োজনীয় ব্যয়ভার ব্যতীত প্রত্যেক নেসাব (৭.৫ ভড়ি স্বর্ণ/৫২.৫ ভড়ি রূপা বা রূপার সমমূল্য) পরিমাণ মালের মালিক স্বাধীন মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব।এক্ষেত্রে বাড়ন্ত মাল হওয়া শর্ত নয় এবং এক বৎসর অতিবাহিত হওয়াও শর্ত নয়।যেভাবে সদকাতুল ফিতরের নেসাব ঠিক এভাবে কুবানিরও নেসাব। বিস্তারিত জানুন-
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার উপর কুরবানি ওয়াজিব। গত যত বৎসর ধরে যাকাত দিচ্ছেন বা নেসাব পরিমাণ এই স্বর্ণের মালিক আছেন, তত বৎসরের কুরবানি আপনার উপর ওয়াজিব। গত বৎসর সমূহের জন্য একটি করে বকরি সদকাহ করে দিবেন। স্বামী স্ত্রী এক অংশে শরীক হতে পারবে না।বরং প্রত্যেকের জন্য পৃথক পৃথক অংশ থাকতে হবে।