আসসালামু আলাইকুম হুজুর। আমি আপনাদের ইফতাতে বেশ কিছু ফতোয়ার উত্তর পরে জানতে পেরেছি ওয়াসওয়াসা রুগির কুন কুফুরি বাক্য যদি সেচ্ছায় বলে তবে সে কাফের হবে না।আবার ডিভোর্স দিলেও তা হবে না।এখন আমি আরও কিছু আলেমদের জিগাসা করলে তারা বলে কাফের হয়ে যাবে।ত আমার প্রশ্ন কুন মানুষ যদি এই মাসালা মানে যে ওয়াসওয়াসা রুগি কাফের হবে না।তাই সে যদি কুফিরি বাক্য বলে থাকে।এখন আল্লাহ ভাল জানে কুনটি সঠিক।যদি উক্ত মাসালাটি ভুল হয় তাহলে ব্যাক্তিটি মারা যাওয়ার সময় কুফুরি শিরক নিয়ে মারা গেল।আর শিরক নিয়ে মারা গেলেত আল্লাহ জান্নাত দিবে যদি আমাকে এই ব্যাপারে একটু বুজিয়ে বলতেন খুবই খুশি ও উপক্রিত হতাম।