১. আসসালামু আলাইকুম। বাসায় বসে ব্যবসা করতে চাচ্ছি। যেহেতু আমার বাইরে যেয়ে বা প্রোডাক্ট সংগ্রহ করে সেল করার সুযোগ নেই তাই একটা পেজ এর সাথে যুক্ত হই। আমি তাদের পোস্ট টা সংক্ষেপে উল্লেখ করছি।
( আপনার কি অনলাইন বইয়ের ব্যবসা। আমরা আপনাদের কথা ভেবে ব্যবসাটাকে আরেকটু সহজ করার জন্যই এক ধরণের সার্ভিস নিয়ে এসেছি। আপনার প্রতিষ্ঠানের যে অর্ডারগুলো আসবে সেগুলোর বই কালেক্ট করা, প্যাকেট করা, এবং কুরিয়ারে পৌঁছে দেয়া এগুলো সব আমরাই করে দিব। ব্যান্ডিংও হবে আপনার প্রতিষ্ঠানের। এতে করে আপনি শুধু ঘরে বা কর্মক্ষেত্রে বসেই ব্যবসাটা রানিং রাখতে পারবেন।
আমাদের সার্ভিসটা বলা যায় কুরিয়ার কোম্পানিগুলোর মত, যেমন কাস্টমার এবং সেলারের মাঝের সম্পর্কটা। অর্থাৎ কুরিয়ার যেমন বইগুলো কাস্টমারের কাছে পৌঁছে দেয় ঠিক আমরাও আপনার বইগুলো কাস্টমার পর্যন্ত পৌঁছাতে যা যা করার সবই করে দিব। বিনিময়ে প্রতিমাসে একটা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।)
যুক্ত হয়ে দেখলাম তারা মূলত একটা গ্রুপে আগ্হীদের এড করে। এবং গ্রুপে সকলেই সকলের পেজে রিচ বাড়াতে কমেন্ট, লাইক দেয় যাতে সেল হয়। যাতে বুস্ট না করলেও হয়। ওনাদের বইয়ের ছবি বা ছবি কালেক্ট করে পোস্ট করতে হবে আমাদের প্রত্যেককে নিজের পেজ এ।অর্ডার আসলে আমরা তাদের বলে বা তাদের ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করলে তারাই বই কিনে বা কালেক্ট করে(বই তাদের স্টক করা আছে কিনা জানিনা, হয়ত সবসময় সব বই নাও থাকতে পারে) প্যাক করে বই কাস্টমারকে পাঠিয়ে দিবে।ডেলিভারি চার্জ বা কিছু টাকা আমাকে অগ্রিম নিতে হবে কনফার্ম করার জন্য অর্ডার কাস্টমার থেকে। আর টাকার ক্ষেত্রে ওনাদের ওয়েবসাইটে আমাদের জন্য নির্দিষ্ট দাম দেয়া থাকবে তার থেকে বেশি বা কম দামে বিক্রী করব সেটা আমার। কোনো প্রকাশনী যদি পাইকারি ডিস্কাউন্ট দেয় ৫০% আর খুচরা ৪৫% । তখন তারা হয়ত আমাদেরকে ৪৮% মানে কম বেশি করে আমাদের দাম নির্ধারন করে দিবে । এখন আমরা ৫০% বা তার কম বেশি যত কাস্টমারকে সেল করি সেটা আমার। যদি বই ফেরত আসে লস টাও নাকি ওনারা নিবে। আমি আমার যেটুকু লস হতে পারে মনে করি; যদি আমি বুস্ট করি তাহলে সে অনুযায়ী বই সেল না হলে বুস্ট এর টাকা লস আমার।আর বই ফেরত সম্পর্কিত কোনো লস হলে যেমন প্যাকেট খরচ ইত্যাদি ঐ পেজ সেটা বহন করবে আমার এক্ষেত্রে লস নেই যেহেতু ডেলিভারী চার্জ অগ্রিম নিতে বলে ওনারা । যদি অগ্রিম না নেই তখন তার্জ আমাকে পে করতে হবে ফেরত আসলে’। আর লেনদেনে সম্পূর্ণ টাকা অগ্রিম নিলে আমার লাভ রেখে বাকিটাকা ওনাদের ফেরত , আর ক্যাশ অন হলে সব খরচ বাদে বাকি টাকা আমাকে ফেরত দিবে।আর আমি ভেবেছি বইয়ের অর্ডার কনফার্ম করার পর কাস্টামারকে সম্ভব হলে বলে দিব, ' বই কালেক্ট করে পাঠিয়ে দিব'।
যেহেতু বই মাঝে মাঝে কাগজের কোয়ালিটি ছাড়া সেভাবে বই খারাপ হওয়ার আশাকরি সম্ভাবনা নেই। আমি চেষ্টা করব কোয়ালিটি কেমন কাগজের সেটা জেনে কাস্টমার জানতে চাইলে তাকে জানিয়ে কনফার্ম করতে অর্ডার। যেহেতু বই আমার কাছে উপস্থিত নেই ঐ পেজের মাধ্যমে ডেলিভারির সব প্রসেস করা হবে।এমনি প্রকাশনি বা ওনাদের পেজের বইয়ের ছবি ব্যবহার করা যাবে কি ? আর ওনাদের সাথে কাজ করা জায়েজ হবে মানে এভাবে উপার্জন টা হালাল হবে ?