১/আমি ২৬ বছরের, আমার মা এবং ভাই মামারা আমাকে ব্যাংকারের সাথে বিয়ের জন্য বলছে,আমার আম্মু জোর করতেছে এবং বিভিন্ন মানসিক আঘাতের কথা বলতেছে,যেহেতু বাবা অনেক আগে ইন্তেকাল করেছেন, আর বয়স ও বেড়ে যাচ্ছে,পড়ালেখাও অনার্স কম্পলিট করিনি,আমার আমমু অসুস্থ,লিভার সিরোসিস,ডায়বেটিস এসব রোগে আক্রান্ত,দুইভাই বিবাহিত,আম্মু মারা গেলে আমার অবস্থা কিরকম হবে এই আশংকায় দ্রুত বিয়ে দেয়ার চেষ্টা করতেসে,বেশিরভাগ প্রস্তাব ব্যাংকার,অন্য যেগুলা আসে সেগুলা আমাকে পছন্দ করেনি বা যেগুলা পছন্দ হয়ছে সেগলা আমার পরিবার পছন্দ করেনা ছেলের চরিত্র,পারিবারিক অবস্থা এসব বিবেচনা করে হয়ত,,কিন্তু আমি জানি ব্যাংকার বিয়ে করলে আমি ভরণপোষণ এর লিমিটেশন টা বুঝতে পারতেসিনা,,আমি অনেকবার চেষ্টা করেছি এতদিন।এখন ও ব্যাংকার বিয়ে করতে দ্বিধান্বিত,এখন যে পাত্র তার পরিবার এবং চরিত্র সবার ভাল লেগেছে,কিন্তু ইউসিবিএল ব্যাংকে চাকরিরত বিধায় আমার দ্বিধা,,এদিকে আমাকে আমার আম্মু মানসিকভাবে নানা কথা বলতেসে।আমার করনীয় কি?
২/আমার কাছে টিউশন এর টাকা আছে দেড়লক্ষ মত,বাবার সম্পত্তি থেকে জমি আছে,আলহামদুলিল্লাহ্,,যদি ব্যাংকার বিয়ে করি আমার কি এসব বিক্রি করে নিজের খাবার, খরচ চালাতে হবে( যেটা করতে ইচ্ছা একদম করতেসেনা কারন আমি ত এরকম ছেলেকে বিয়ে করতে চাচ্ছিনা ওরা বলতেসে বিধায় করতে চাচ্ছি)??
৩/জমি বিক্রি করতে যদি পরিবার বাধা দেয় তখন কি করব বা নিজের সব খরচ করে শেষ করলে নিজের ভবিষ্যৎ এর জন্য কিছু না রাখলে কখনো যদি হাজবেন্ড ছেড়ে দেয় তখন আমার অবস্থার আশংকায় যদি কিছুই বিক্রি না করি বা জমানো টাকা খরচ না করি তাহলে কি ব্যাংকার স্বামী থেকে ভরনপোষন নেয়া জায়েজ হবে??
৪/ এতদিন আমি নিজের মনকে শক্ত করে ছিলাম আল্লাহ্ একদিন না একদিন আমাকে মনমত( চক্ষুশীতলকারি, হালাল রুজি ভক্ষনকারী) স্বামী মিলিয়ে দিবেন ইন শা আল্লাহ্। এখন মনকে শক্ত করতে পারতেসিনা,, বয়স ২৬ বছর ৫ মাসের বেশি,,এদিকে মামা রা শাসন করতেসে ভাইয়েরা হয়ত ইচ্ছুক, আম্মুর লিভার সিরোসিস রোগ,তিনি ডায়বেটিস রোগেও আক্রান্ত,তিনি হয়ত চাইতেসেন মারা যাবার আগে মেয়ের বিয়ে দিতে,,আমার ভাইরা হয়ত আমার ভরনপোশন ঠিক মত করবেনা উনি মারা যাবার পর,এই আশংকায় আমাকে বিয়ে জলদি দিতে চাইতেসে ।। আম্মু একপ্রকার ঠেস মারে আমার ভবিষ্যৎ সম্পর্কিত বাজে অবস্থা বা বিয়েহীন বা বাজে স্বামী পাব না এমন টাইপ বলে,এসব আমার মনোবল ভেনগ্গে যাচ্ছে,,আমার মনে হচ্ছে আমি এদের কথায় যদি বিয়েতে রাজি হয় আমি হয়ত আল্লাহ্'র উপর যথার্থ ভরসা রাখতে পারতেসিনা,,আমার আরো অপেক্ষা করা উচিত একমাত্র আল্লাহ্'র উপর ভরসা রেখে,,আমার কি এটা সঠিক সিদ্ধান্ত মনে হচ্ছে বা আমার কি করা উচিত?
৫/আমি পাত্রের সাথে অন্য জব নেয়ার মানসিকতা আছে কিনা এই ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম,কিন্তু তাতেও বাধা,আল্লাহ্ যদি এই বিয়ে রিজিক্বে রাখেন তাহলে ভরনপোষন কিরুপ নেয়া উচিত( যেহেতু আমার ওয়াসওয়াসা সমস্যা,আমি বুঝিনা কি রকম কোনটা কতটুক নিলে হুয়ত আমার প্রয়োজন অনুযায়ী ভরনপোষন,মাসে কতটা জামা বা দিনে ক বেলা কিরুপ খাবার,, এসব)?
৬/ ব্যাংকার পাত্রকে বা ব্যাংকার ভাইয়ের বা ব্যাংক থেকে নেয়া সুদের টাকায় কিনা তরকারি মাছ ইত্যাদি রান্না করি ( কারন মেয়ে হিসাবে আমি ঘরে রান্না বান্না করি বা কাজ করি) বা জিনিস পরিষ্কার গুছিয়ে রাখার কাজ করি তাহলে কি এসবে অন্যদের সুদ খেতে সহায়তা করতেসি?? বা আমার গুনাহ হবে?