আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
81 views
in সালাত(Prayer) by (46 points)

আসসালামু আলাইকুম,

১. অতীতের কাজা নামাজের ক্ষেত্রে প্রতি ওয়াক্তের শুধু ফরজ নামাজই কি পড়তে হবে নাকি  বেতর নামাজ ও  পড়তে হবে?

২. আমি সুস্থ। নিয়মিত নামাজের সাথে কাজা নামাজ পড়তে অনেক কষ্ট হয়। কাজেই আমি কাজা নামাজ গুলো যদি বসে পড়ি তাহলে কি হবে?

৩. স্টিলের থালা বাসনে খাবার খেলে কি কোন সমস্যা আছে?

৪. এই ভাবে কুরবানি দিলে কি হবে?

দুইজনে মিলে এক গরু কিনে এক পক্ষ দুই ভাগ আরেক পক্ষ  একভাগ। প্রথম পক্ষ যে দুই ভাগ নিয়েছে তিনি আবার তার ও তার পরিবারের মোট ৪ জনের পক্ষে আর ২য় পক্ষ যে এক ভাগ নিয়েছে তিনি আবার তার ও তার পরিবারের মোট ২ জনের পক্ষে কুরবানি করতে চাচ্ছে।

1 Answer

0 votes
by (579,540 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
গ্রহণযোগ্য ফেকহী কিতাব হেদায়া তে উল্লেখ করা হয়-
وأما سائر السنن سواها فلا تقضى بعد الوقت وحدها واختلف المشايخ رحمهم الله تعالى في قضائها تبعا للفرض
ওয়াক্ত চলে যাবার পর একাকী সুন্নতকে আর কা'যা করা হবে না।তবে মাশায়েখ গণ ফরযের অনুগামী হিসেবে ফরযের সাথে সুন্নতকে কা'যা করা নিয়ে মতপার্থক্য করেন।
(এনায়া ব্যাখ্যাগ্রন্থে উল্লেখ করা হয়,কেউ বলেন পড়া যাবে আবার কেউ বলেন পড়া লাগবে না।)
হেদায়া-১/৭২

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারলাম,ফরয ওয়াজিবের জা'যা রয়েছে এবং করতেই হবে।তকে সুন্নতের কা'যা জরুরী নয়।কেউ পড়ে নিলে ভালো।
আল্লাহ-ই ভালো জানেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1332

(২)সামর্থ্য থাকাবস্থায় কাজা নামাজ গুলোকে বসে পড়া যাবে না।

(৩) স্টিলের থালা বাসনে খাবার খাওয়া নাজায়েয হবে না। 

(৪) গরুতে ৭ টি অংশ রয়েছে। সর্বনিম্ন একটি অংশে একজনকে শরীক হতে হবে। ৭ অংশের কোনো এক অংশে একাধিকজন শরীক হতে পারবেন না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/48887


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 97 views
0 votes
1 answer 95 views
...