ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
গ্রহণযোগ্য ফেকহী কিতাব হেদায়া তে উল্লেখ করা হয়-
وأما سائر السنن سواها فلا تقضى بعد الوقت وحدها واختلف المشايخ رحمهم الله تعالى في قضائها تبعا للفرض
ওয়াক্ত চলে যাবার পর একাকী সুন্নতকে আর কা'যা করা হবে না।তবে মাশায়েখ গণ ফরযের অনুগামী হিসেবে ফরযের সাথে সুন্নতকে কা'যা করা নিয়ে মতপার্থক্য করেন।
(এনায়া ব্যাখ্যাগ্রন্থে উল্লেখ করা হয়,কেউ বলেন পড়া যাবে আবার কেউ বলেন পড়া লাগবে না।)
হেদায়া-১/৭২
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারলাম,ফরয ওয়াজিবের জা'যা রয়েছে এবং করতেই হবে।তকে সুন্নতের কা'যা জরুরী নয়।কেউ পড়ে নিলে ভালো।
(২)সামর্থ্য থাকাবস্থায় কাজা নামাজ গুলোকে বসে পড়া যাবে না।
(৩) স্টিলের থালা বাসনে খাবার খাওয়া নাজায়েয হবে না।
(৪) গরুতে ৭ টি অংশ রয়েছে। সর্বনিম্ন একটি অংশে একজনকে শরীক হতে হবে। ৭ অংশের কোনো এক অংশে একাধিকজন শরীক হতে পারবেন না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/48887