আমি যাকাত বা কোরবানির নেসাব সম্পর্কে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ৫২.৫ ভরি রুপার সমপরিমাণ মূল্য যে আমি নিসাব ধরবো। এক্ষেত্রে কত ক্যারেট আমি নিসাব ধরবো?? অনেক সময় দেখা যায় যে ২২ ক্যারেট অথবা ২১ ক্যারেট ধরলে নেসাব পরিমান হয় না, কিন্তু ১৮ ক্যারেট ধরলে নেসাব পরিমান হয়। আবার অনেক সময় দেখা যায় ১৮ ক্যারেট ধরলেও নেসাব পরিমাণ হয় না, কিন্তু ট্র্যাডিশনাল বা পুরাতন রুপার মূল্য ধরলে নেসাব পরিমাণ হয়। এক্ষেত্রে করণীয় কি?? নিচে ক্যারেট এবং পুরাতন রুপার মূল্য দেয়া হলো। এখানে ট্রেডিশনাল বা পুরাতন রুপা বলতে কি বুঝিয়েছে আমি আসলে জানিনা বুঝতেছিও না। এক্ষেত্রে আমি কোনটা ধরে হিসাব করবো??
আরেকটা বিষয়ে আমি জানতে চাচ্ছি, আমি কি রুপা বা স্বর্ণের বিক্রয় মূল্য ধরবো নাকি ক্রয় মূল্যের দাম ধরবো?? অর্থাৎ আমি যদি রুপা ১৫০০ টাকা ভরিতে কিনি। পরে যদি এটা আমি আবার বিক্রি করতে যাই বাজারে তখন দোকানদাররা এই রুপা ১৫০০ টাকা দিয়ে কিনবে না। যদিও পুরাতন না হয় আমি বাজার থেকে আজকে কিনে আনলাম, আবার কালকে কোন এক কারণে বাজারে বিক্রি করব। তো বিক্রির সময় দেখা যায় তারা নতুন রুপা ক্রয়ের মূল্যের চেয়ে অনেক কম ধরে প্রতি ভরিতে বিক্রির সময়। সুতরাং দোকানদার ব্যবসায়ীরা স্বর্ণ বা রুপা ক্রয়ের ক্ষেত্রে কাস্টমার থেকে পুরাতন মূল্য ধরে।
তো এখন এক্ষেত্রে আমি কিভাবে ধরবো?? ২২ ক্যারেট ধরবো নাকি ১৮ ক্যারেট ধরবো?? নাকি ট্রেডিশনাল বা পুরাতন মূল্য ধরবো?? নাকি আমি যত বাজারে বিক্রি করতে পারব সেই মূল্য ধরবো প্রতি ভরিতে। আর এখানে কি ট্রেডিশনাল বা পুরাতন মূল্য বলতে পুরাতন স্বর্ণ বা রুপার বিক্রয় মূল্যই বুঝিয়েছে কিনা?? আমি সঠিক জানি না।
ক্যারেট ১ গ্রাম ১ ভরিতে বাংলাদেশি টাকায় মূল্য
২২ ক্যারেট ১৮০ টাকা ১ ভরি ২,০৯৯ টাকা
২১ ক্যারেট ১৭২ টাকা ১ ভরি ২,০০৬ টাকা
১৮ ক্যারেট ১৪৭ টাকা ১ ভরি ১,৭১৪ টাকা
ট্র্যাডিশনাল বা পুরাতন ১১০ টাকা ১ ভরি ১,২৮৩ টাকা