১.সহশিক্ষা তে থাকলে ভালো রেজাল্ট এর জন্য আল্লাহর কাছে দুআ করা যাবে কি না?
২.আমার কাছে কিছু খাবার পড়ে আছে প্যাকেট জাত,এই খাবারে কিছু কোড আছে,যে হালাল নাকি হারাম এই বেপারে জানিনা,এটা কি খাওয়া যাবে?
৩.রেইজিং এজেন্ট ( INS 503ii, INS 500ii) গ্লুটেন কন্ডিশনার (INS 223) ইমালসিফায়ার (INS 322) এসিডিটি রেগুলেটর (INS 330) এই কোড গুলো আছে,এগুলো ই কোড না,INS কোড,এগুলো কি হালাল? ই কোড এর লিঙ্ক দিয়েন না,আমি মিলিয়েছি এগুলো ই কোড না, আই এন এস কোড।