আসসালামু আলাইকুম
আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি.. এইখানে আমার একটা মেয়ে শুভাকাঙ্ক্ষী আছে মা শা আল্লাহ দ্বীনের জন্যই ওরে পছন্দ করা, যেন এই ফিতনাময় পরিবেশে একে
অপরের সাথী হয়ে চলতে পারি মাশা আল্লাহ ও চমৎকার।
কিন্তু বিষয় হলো, ওর একজন মামাতো বোন আছেন এই
ওর থেকে একবছরের বড় হবে, আমি ওকে দুইবার দেখেছি
এই অব্ধি.. ওয়াল্লাহি আমি ওকে দেখে ভালো কিছু মনে করিনি।এবং ওর মধ্যে ছেলেদের স্বভাব লক্ষণীয়। এবং আমার সেই মেয়ে সহযোগীর সাথে আমি এই বিষয় এ কথা বলেছি
ও সব কিছু খুলে না বললেও আমি বুঝেছি। এবং ওই মেয়ে ও বলতে অজ্ঞান। মানে ওরে ছাড়া কিছু বুঝে না.. সবার প্রতিও জেলাস। এমনকি অইদিন এইটা বলেছে আমার আর
শুভাকাঙ্ক্ষী মধ্যে ও এসে পড়েছে এই ছাড়া আরও অনেক
বিষয় যা অস্বাভাবিক লেগেছে। ও ওর পরিবারের সদস্য কিন্তু আমি ত বাহিরের। ওর পরিবারের মানুষ ও মনে হয় বিষয় টা ভালো ভাবে নেয় নি তাই ওদের মেলামেশা করতে নাকরেছে। ওই মেয়ের মনমত কিছু না হইলে ও খুব সিনক্রেট করে এবং পারে না সুইসাইড করেন আস্তাগফিরুল্লাহ।
এখন এই ক্ষেত্রে আমার সহযোগী কি করতে পারে?এবং ও যথেষ্ট ওর থেকে দূরে থাকে কিন্তু আমার মনে হয় এতে লাভ হচ্ছে না এবং যদি ওই মেয়ের মধ্যে সমকামীতা থাকে নাউজুবিল্লাহ তাহলে কি ওর সাথে ওর পর্দা করতে হবে এবং কিভাবে কি করবে উস্তাদ জানাবেন প্লিজ।