আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
106 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (40 points)
edited by
আসসালামু আলাইকুম

আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি.. এইখানে আমার একটা মেয়ে শুভাকাঙ্ক্ষী আছে মা শা আল্লাহ দ্বীনের জন্যই ওরে পছন্দ করা, যেন এই ফিতনাময় পরিবেশে একে
অপরের সাথী হয়ে চলতে পারি মাশা আল্লাহ ও চমৎকার।
কিন্তু বিষয় হলো, ওর একজন মামাতো বোন আছেন এই
ওর থেকে একবছরের বড় হবে, আমি ওকে দুইবার দেখেছি
এই অব্ধি.. ওয়াল্লাহি আমি ওকে দেখে ভালো কিছু মনে করিনি।এবং ওর মধ্যে ছেলেদের স্বভাব লক্ষণীয়। এবং আমার সেই মেয়ে সহযোগীর সাথে আমি এই বিষয় এ কথা বলেছি

ও সব কিছু খুলে না বললেও আমি বুঝেছি। এবং ওই মেয়ে ও বলতে অজ্ঞান। মানে ওরে ছাড়া কিছু বুঝে না.. সবার প্রতিও জেলাস। এমনকি অইদিন এইটা বলেছে আমার আর

শুভাকাঙ্ক্ষী মধ্যে ও এসে পড়েছে এই ছাড়া আরও অনেক
বিষয় যা অস্বাভাবিক লেগেছে। ও ওর পরিবারের সদস্য কিন্তু আমি ত বাহিরের। ওর পরিবারের মানুষ ও মনে হয় বিষয় টা ভালো ভাবে নেয় নি তাই ওদের মেলামেশা করতে নাকরেছে। ওই মেয়ের মনমত কিছু না হইলে ও খুব সিনক্রেট করে এবং পারে না সুইসাইড করেন আস্তাগফিরুল্লাহ।

এখন এই ক্ষেত্রে আমার সহযোগী কি করতে পারে?এবং ও যথেষ্ট ওর থেকে দূরে থাকে কিন্তু আমার মনে হয় এতে লাভ হচ্ছে না এবং যদি ওই মেয়ের মধ্যে সমকামীতা থাকে নাউজুবিল্লাহ তাহলে কি ওর সাথে ওর পর্দা করতে হবে এবং কিভাবে কি করবে উস্তাদ জানাবেন প্লিজ।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٢٤:٣١] 

ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক তথা নিজেদের (মুসলিম) মহিলাগন, অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। {সূরা নূর-৩১}

ولا تنبغي للمرأة الصالحة أن تنظر إليها المرأة الفاجرة لأنها تصفها عند الرجال، فلا تضع جلبابها ولا خمارها كما في السراج

সারমর্মঃ-
নেককার মহিলাদের সহিত উচিত নয় যে তার দিকে কোনো বদকার নারী নজর দিবে। কেননা সে পুরুষদের নিকট তার বর্ণনা বলে দিবে। সুতরাং তাদের সামনে জিলবাব ও খিমার খুলে রাখবেনা।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত মহিলার সামনে আপনি পর্দা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...