জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জুলুম কেবল অন্যের প্রতি নয়, নয় কেবল বান্দার হক নষ্ট করার মাধ্যমে; জুলুম হয় নিজের প্রতিও- বিভিন্ন গোনাহ ও শরীয়তের হুকুম লঙ্ঘনের মাধ্যমে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَ مَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ..
কেউ আল্লাহর (স্থিরীকৃত) সীমারেখা লঙ্ঘন করলে, সে তো তার নিজের উপরই জুলুম করল। -সূরা ত্বলাক (৬৫) : ১
আল্লাহর হুকুমের সামান্য বরখেলাফও যে নিজের প্রতি জুলুম, সেই অনুভূতি জাগ্রত হয়েছিল মানবের প্রধান কেন্দ্রবিন্দু, মানবজাতির পিতা হযরত আদম আ.-এর পবিত্র হৃদয়ে। তাই তিনি বলেছিলেন-
رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا وَ اِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَ تَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ.
হে আমাদের প্রতিপালক! আমরা নিজ সত্তার উপর জুলুম করে ফেলেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহম না করেন, তবে আমরা অবশ্যই অকৃতকার্যদের অন্তভুর্ক্ত হয়ে যাব। -সূরা আরাফ (৭) : ২৩
আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَّ لَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا و مَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَه.
(স্ত্রীদেরকে) কষ্ট দেওয়ার লক্ষ্যে এজন্য আটকে রেখ না যে, তাদের প্রতি জুলুম করতে পারবে। যে ব্যক্তি এরূপ করবে, সে স্বয়ং নিজ সত্তার প্রতিই জুলুম করল। -সূরা বাকারা (২) : ২৩১
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি চাইলে আপনার নামে জমি ক্রয় করবেন,বাদ বাকি টাকা আপনার আম্মু থেকে ধার নিয়ে মাসে মাসে পরিশোধ করবেন।
অথবা আপনার আম্মুর নামে জমি ক্রয় করবেন, বাদ বাকি টাকা আপনি আপনার আম্মুকে ধার দিবেন।
যেটা পরবর্তীতে আপনার আম্মু আপনাকে শোধ করবে।
তবে উভয় ছুরতেই আপনার আম্মু মাইন্ড করতে পারে।
সেজন্য আপনি নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে পারেনঃ-
ক,
আপনি আর আপনার আম্মু উভয়ে মিলে জমি ক্রয় করবেন,জমি ক্রয়ে যে যত টাকা দিবে,সেই পরিমান জমি নিজের নামে দলিল করে নিবেন।
মানে এখানে দলিল হবে ২ টা।
আপনার মায়ের টাকায় যতটুকু জমি ক্রয় করা হবে,সেই জমির দলিল আপনার মায়ের নামে করে নিবেন।
আর আপনার টাকায় যতটুকু জমি ক্রয় করা হবে,সেই জমির দলিল আপনার নামে করে নিবেন।
খ,
পুরো জমিটাই আপনার মায়ের নামে বা আপনার নামে করে নিবেন। সেক্ষেত্রে জমি ক্রয়ে আপনার যতটুকু অংশ আছে,সকলকে বসিয়ে স্পষ্ট বলে রাখবেন যে আম্মু মারা যাওয়ার পর আপনার অংস বন্টন হবেনা।
শুধু আপনার মায়ের অংশ আপনাদের মাঝে বন্টন হবে।
★জমি ক্রয়ের পর বাড়ি করা বাবদ আপনি যেই টাকা দিবেন,সেটা নিয়ে যেনো পরবর্তীতে কোনো ঝামেলা না হয়,সেজন্য সকলকে বসে মাশওয়ারা করবেন, সিদ্ধান্ত জানাবেন যে আপনি যেহেতু বাসা নির্মান বাবদ পুরো টাকা দিয়েছেন,সুতরাং বাড়ির এই পরিমান (পরামর্শ মোতাবেক সকলের সন্তুষ্টি চিত্তে) অংশ আপনাকে দিতে হবে।