আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
206 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)

১) মহিলাদের জন্য ইতেকাফ করাও জায়েজ নাই,  স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না, নফল এবাদত করা যাবে না, মনে মনে বা প্রকাশ্যে  কিছু বললে নাকি এবাদত বাতিল হয়ে যাবে, 

 

২) শুনলাম যদি কোন মহিলা স্বামি কে বলে আমি দেখে এই লোকের ভাত খাই অন্যকেও হলে খেতো না, এই কথা বলার সাথে সাথে নাকি ওই মহিলার ৪০ দিনের এবাদত বাতিল হয়ে যাবে? একজন মানুষ কষ্ট পেয়েইতো এই কথা বলবে, তাতে সাথে সাথে এবাদত বাতিল হয়ে যাবে? 

 

৩)আচ্ছা সব সময় ছেলেদের,  ইসলামে আছে বিয়ে করা যাবে,  ইসলামে আছে মেয়ে দের উপরে হাত তুলা যাবে, মেরে মুখে দিয়ে রক্ত বের করে ফেলতে পারবে, ওই মারামারির সময় যদি নিজেকে বাচানোর জন্য ধাক্কাও লেগে যায় তাহলে শুনতে হয়, মেয়েরা জাহান্নামি, কিন্তু কেন? 

 

৪)আচ্ছা উস্তাদ একটু বলবেন কি স্ত্রীর সাথে কি করলে স্বামীরা জাহান্নামি হবে?

 

৫) ছোট থেকে শুনে এসেছি যে স্ত্রী যাই করুক  স্বামী নারাজ তো জাহান্নামি, তাহলেতো মনে হয় বিয়ে না করাই ভালো, জাহান্নাম যেতে হলো না, ৩০ বছর সংসার করে শুনতে হলো না যে আমি তোমার উপর অসন্তুষ্ট। এই কথা বলার সাথে সাথে নাকি মেয়েরা জাহান্নামি, ওস্তাদ মাফ করবেন, ছোট থেকে এগুলো শুনে, বিয়ে করতে ভয় আর ঘেন্না দুটোই লাগে, 

 

৬)স্বামী একাধিক বিয়ে করতে চাইলে কেনই মেয়েদের সাথে সাথে অনুমতি দিতে হবে, তাহলে মেয়েদের কি কোন ইচ্ছাশক্তি নেই, মেয়েরা এতই তুচ্ছ?তাহলে বলতে হয় ছেলেদের ভালোবাসারই যোগ্য না, এদের ভালবাসলে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। 

 

৭)আল্লাহর এবাদত করতে গেল স্বামীর অনুমতি দরকার হয়, স্বামী যদি ইচ্ছাকৃত অনুমতি না দেয় তাহলে কি স্বামীর পাপ হবে 

,নাকি শুধু মেয়েদেরই পাপ হবে? 

 

৮)মাফ করবেন, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করলে স্বামীরা জাহান্নামী হবে, স্বামীকি করলে  পাপ হবে,?

স্ত্রীর সাথে কেমন ব্যবহার করলে, পুরুষদের এবাদত বাতিল হবে?  এ কোশ্চেনের আনসার কেউ দিতে পারে না, আমি যতটা জানি ইসলামে আল্লাহ সবাইকে সমানভাবে দিয়েছে, কারণ ছাড়া কোন কিছুই  দেয় নি, একজনকে কম আর একজনকে বেশি এরকম কোন কিছুই নেই, আমি ভুল নিয়ে থাকতে চাচ্ছি না

by
মাথা গেছে নাকি 
by
মাফ করবেন হুজুর জানার জন্য বলেছিলাম, একটু আগেও এই সব কথা বলতে শুনেছি, আমি বলেছি আপনাদের জিজ্ঞেস করে জানাবো, ছোট থেকে এই সব শুনে আসছি তাই জানার জন্য বলেছিলাম, ভুলতো সবার হয়, সত্য কথা 

শুধু বলেন ৪০ দিনের এবাদত  কি বাতিল হয়ে যায় 

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

(০১)
https://ifatwa.info/2653/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
শরীয়তের বিধান অনুযায়ী স্বামীর অনুমতি  ব্যাতিত স্ত্রীর জন্য নফল রোযা রাখা, নফল নামাজ পড়া,কুরআন তেলাওয়াত করা নিষেধ।   
(নাজমুল ফাতওয়া ৫/৩০৭) 

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَصُومُ الْمَرْأَةُ وَبَعْلُهَا شَاهِدٌ، إِلَّا بِإِذْنِهِ غَيْرَ رَمَضَانَ، وَلَا تَأْذَنُ فِي بَيْتِهِ وَهُوَ شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ صحيح

আবূ হুরাইরাহ (রাযি.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্বামীর উপস্থিতিতে তার সম্মতি ছাড়া স্ত্রী রমাযান মাসের সওম ব্যতীত নফল সওম রাখবে না এবং তার উপস্থিতিতে তার সম্মতি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে তার ঘরে আসার অনুমতি দিবে না।
(বুখারী,মুসলিম,আবু দাউদ ২৪৫৮)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ عِنْدَهُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ زَوْجِي صَفْوَانَ بْنَ الْمُعَطَّلِ، يَضْرِبُنِي إِذَا صَلَّيْتُ، وَيُفَطِّرُنِي إِذَا صُمْتُ، وَلَا يُصَلِّي صَلَاةَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، قَالَ وَصَفْوَانُ عِنْدَهُ، قَالَ: فَسَأَلَهُ عَمَّا قَالَتْ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَمَّا قَوْلُهَا يَضْرِبُنِي إِذَا صَلَّيْتُ، فَإِنَّهَا تَقْرَأُ بِسُورَتَيْنِ وَقَدْ نَهَيْتُهَا، قَالَ: فَقَالَ: لَوْ كَانَتْ سُورَةً وَاحِدَةً لَكَفَتِ النَّاسَ، وَأَمَّا قَوْلُهَا: يُفَطِّرُنِي، فَإِنَّهَا تَنْطَلِقُ فَتَصُومُ، وَأَنَا رَجُلٌ شَابٌّ، فَلَا أَصْبِرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ: لَا تَصُومُ امْرَأَةٌ إِلَّا بِإِذْنِ زَوْجِهَا، وَأَمَّا قَوْلُهَا: إِنِّي لَا أُصَلِّي حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَإِنَّا أَهْلُ بَيْتٍ قَدْ عُرِفَ لَنَا ذَاكَ، لَا نَكَادُ نَسْتَيْقِظُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، قَالَ: فَإِذَا اسْتَيْقَظْتَ فَصَلِّ، قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ حَمَّادٌ يَعْنِي ابْنَ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، أَوْ ثَابِتٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ صحيح

আবূ সাঈদ (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম এমন সময় তাঁর কাছে এক মহিলা এসে বললো, হে আল্লাহর রাসূল! আমার স্বামী সাফওয়ান ইবনু মু‘আত্তাল যখন আমি সালাত আদায় করি তখন আমাকে প্রহার করে। আমি সওম রাখলে সে আমাকে সওম ভঙ্গ করা এবং সূর্য উঠার পূর্বে সে ফজরের সালাত আদায় করে না।

বর্ণনাকারী বলেন, সেখানে সাফওয়ানও উপস্থিত ছিলেন। তার স্ত্রী তার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে সে সম্পর্কে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে জিজ্ঞেস করলেন। জবাবে তিনি বললেন, হে আল্লাহর রাসূল! তার অভিযোগ হলো, ‘আমি যখন সালাত আদায় করি সে আমাকে প্রহার করে’, কারণ হচ্ছে, সে এমন দু‘টি দীর্ঘ সূরা দিয়ে সালাত আদায় করে যা পাঠ করতে আমি তাকে নিষেধ করি।

বর্ণনাকারী বলেন, তিনি বললেনঃ (ফাতিহার পর) সংক্ষিপ্ত একটি সূরাই লোকদের জন্য যথেষ্ট। তার অভিযোগ, ‘আমাকে সওম ভাঙ্গতে বাধ্য করে’, ব্যাপার এই যে, সে প্রায়ই সওম রাখে। আমি একজন যুবক, ধৈর্য ধারণ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনই বললেনঃ কোনো নারী তার স্বামীর অনুমতি ছাড়া (নফল) সওম রাখবে না। এবং তার অভিযোগ, ‘সূর্য উঠার পূর্বে আমি (ফজরের) সালাত আদায় করি না’, কারণ হলো, আমার পরিবারের লোকেরা সর্বদা কাজে (পানি সরবরাহে) ব্যস্ত থাকে। ফলে সূর্য উঠার আগে আমরা ঘুম থেকে জাগতে পারি না। তার কথা শুনে তিনি বললেনঃ যখনই তুমি জাগ্রত হবে তখনই সালাত আদায় করে নিবে।
(সুনানে ইবনে মাজাহ,মুসনাদে আহমাদ,আবু দাউদ ২৪৫৯)
۔
হাদীস শরীফে এসেছেঃ- 

وعن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت 
المرأة أن تسجد لزوجها " . رواه الترمذي
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আমি যদি কাউকে কারো জন্য সিজদাহ করার আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদাহ করে।’’ 
(তিরমিযি ১১৫৯)

عن سعيد بن المسيب ، عن عائشة رضی الله عنھا أن رسول الله صلى الله عليه وسلم ، قال : لو أمرت أحدا أن يسجد لأحد ، لأمرت المرأة أن تسجد لزوجها ، ولو أن رجلا أمر امرأته أن تنقل من جبل أحمر إلى جبل أسود ، ومن جبل أسود إلى جبل أحمر ، لكان نولها أن تفعل
হযরত আঈশা রাঃ  থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আমি যদি কাউকে কারো জন্য সিজদাহ করার আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদাহ করে।

যদি কোনো স্বামী তার স্ত্রীকে আদেশ করে যে লাল পাহাড় কে কালো পাহাড়ে পরিবর্তন করতে  বা তার বিপরীত,তাহলে স্ত্রীকে এমন কাজই করতে হবে।  
(ইবনে মাজাহ ১৮৫৩ নং হাদীস ১৩৩-১৩৪ নং পৃষ্ঠা)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি যেই মাসয়ালা উল্লেখ করেছেন,তাহা সহীহ।

(০২)
এগুলো ভিত্তিহীন ও বানোয়াট কথা।

(০৩)
আপনি যেসব কথা লিখেছেন,তাহা শরীয়ত সম্মত কথা নয়।

(০৪)
স্ত্রীর আবশ্যকীয় হক আদায় করার সামর্থ থাকা সত্ত্বেও সেই আবশ্যকীয় হক আদায় না করলে ও এমতাবস্থায় স্ত্রী তার উপর অসন্তুষ্ট থাকলে।

(০৫)
এগুলো ভিত্তিহীন ও বানোয়াট কথা।

(০৬)
এক্ষেত্রে স্ত্রীর অনুমতি নেয়া আবশ্যক নয়।
একাধিক বিবাহ পুরুষদের খোদা প্রদত্ত অধিকার, এতে কাহারো থেকে অনুমতি নেয়া আবশ্যক নয়। 

(০৭)
ফরজ বা ওয়াজিব ইবাদতে বাধা দিলে স্বামীর গুনাহ হবে।

(০৮)
চার নং প্রশ্নের জবাব দ্রষ্টব্য।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...