আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
74 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
১//আমি স্বপ্নে দেখেছি,, আমি কালো বোরকা পড়ে আছি আর উনি (স্বামি) টিশার্ট পড়ে আছে।আমি আমার স্বামীর সাথে ঘুরতে যাচ্ছি কোনো একটা নদীর পারে। তারপর আমার স্বামী আর আমি একটা নৌকায় উঠি। নদীর মাঝখানে যায়নি। আর আমি নৌকাতে উঠেই ভয় পাই আর আমার স্বামীকে বলা শুরু করি ,,,আমার ভয় লাগে আমি নেমে যাবো । আমি পানিকেও ভয় পাই নৌকাতে উঠতে পারিনা এসব বলে হাসাহাসি করেন উনি। তারপর মাঝিকে বলে,নৌকা থেকে নেমে যায় আমরা। উনি মাটি থেকে একটা শশা আরো দুইটা অন্য সবজি পান। নিচ থেকে তুলে উনি খাওয়া শুরু করেন। আমি বললাম,,আপনি পাওয়া খবার খাচ্ছেন উনি বললো এগুলো আমিই ফেলেছিলাম মাঝিকে দেয়ার জন্য মাঝি তো নিলো না তাই আমিই এখন খাচ্ছি।
২// উপরের সপ্নটা দেখার কিছুমাস পরেই আবার দেখি,,আমি কালো বোরকা পরহিতা।

একটা সাগরে কাঠের নৌকায় উঠেছি আমার সাথে আমার স্বামী আছেন। উনি নৌকাটা চালাচ্ছে । সাগরে ঢেউ নেই। সাগরের মাঝখানে যায়নি। তারপরও আমার ভয় লাগছে যদি কোনো বড় ঢেউ আসে। কিছুক্ষণ পর দেখি আমি স্কুল ড্রেস পরে আছি আর আমার বান্ধবীকে বলতেছি, সাগরে নৌকায় উঠার বিষয়টা, বড় ঢেউ আসলে আমরা ডুবে যেতাম মারা যেতাম এসবও বললাম। তারপর আমার নানুও আমাকে বলছে, বড় ঢেউ আসলে দুজনেই মারা যাইতি। তারপর ৪ টায় ঘুম ভেঙ্গে যায়।

৩// আমার বান্ধবীকে দেখলাম তার বিয়ে হয়েছে। অনুষ্ঠান ছিল হালকা। একটা ঘরে যখন আমি ডুকি তখন অনেকগুলো ছেলে আমাকে গিরে ফেলে আমার নিকাব খুলার চেষ্টা করে আমি খুলিনি। কিছু মহিলাও ছিল। আমি তাদের বলতেছি আমি পর্দা করি আমি নিকাব খুলবো না। তারপর আমি একটা বোনকে সাথে নিয়ে ওই ঘর থেকে বের হয়ে আমার বান্ধবীর কাছে চলে আসি।
এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি?
উল্লেখ্য,, আমার বান্ধবী বাস্তবে বিবাহিত তার একটা মেয়েও আছে। আর আমি বাস্তবে অবিবাহিত।
৪// আমার প্রতিবেশী একজন বোন মারা যাওয়ার পর স্বপ্ন  দেখি সে আমাকে বলছে,, এরপর তুমাদের সিরিয়াল( এটা দ্বারা কবরে যাওয়ার কথা বুঝিয়েছে) আমার সাথে আর দুইজন মেয়ে ছিল। তারপর আমি অনেক কান্নাকাটি করি আমার ফ্যামিলি+ আত্মীয় সবার কাছে স্বপ্নেই মাফ চাই।
এই স্বপ্নের ব্যাখ্যা কি?

এই স্বপ্নটা দেখে আমি অনেক ভয়ে আছি।

1 Answer

0 votes
by (570,960 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
«الرُّؤْيَا عَلَى رِجْلِ طَائِرٍ، مَا لَمْ تُعْبَرْ، فَإِذَا عُبِرَتْ وَقَعَتْ» .
“স্বপ্ন হলো, উড়ন্ত পায়ের মতো। (যা ভালো ও খারাপ উভয়ের সম্ভাবনা রাখে) যতক্ষণ না তার ব্যাখ্যা করা হয়। যখন একটি ব্যাখ্যা দেওয়া হয় তখন তা বাস্তবায়িত হয়”।(ইবন মাজাহ, হাদীস নং ৩৯১৪; আবূ দাউদ, হাদীস নং ৫০২০)

সত্যবাদীর স্বপ্ন অধিকংশ সময়ই সত্য হয়।যেমন হাদীস শরীফে এসেছে....
و أصدق الرؤيا أصدقهم حديثا
তরজমাঃ-যারা সদা সত্য কথা বলবে তাদের অধিকাংশ স্বপ্নই সত্য হবে।(তিরমিযি-২২৭০)

যখন দিন রাত্রি বরাবর বা সমান সমান হবে তখন অধিকাংশ স্বপ্নই বাস্তব সম্মত হবে।(আবুদাউদ-৫০১৯)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 734 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নে ব্যখ্যা জানার চেয়ে কল্যাণকর হল, করণীয় সম্পর্কে জানা।আপনি সাধ্যানুযায়ী দান সদকাহ করবেন এবং সকল প্রকার ইবাদত আন্তরিকতার সাথে পালন করবেন। আমাদের যতদূর মনে হচ্ছে, আপনার এ স্বপ্নগুলো কল্পনাপ্রসূত। আল্লাহ আপনার কল্যাণ করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...