আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
১//আমি স্বপ্নে দেখেছি,, আমি কালো বোরকা পড়ে আছি আর উনি (স্বামি) টিশার্ট পড়ে আছে।আমি আমার স্বামীর সাথে ঘুরতে যাচ্ছি কোনো একটা নদীর পারে। তারপর আমার স্বামী আর আমি একটা নৌকায় উঠি। নদীর মাঝখানে যায়নি। আর আমি নৌকাতে উঠেই ভয় পাই আর আমার স্বামীকে বলা শুরু করি ,,,আমার ভয় লাগে আমি নেমে যাবো । আমি পানিকেও ভয় পাই নৌকাতে উঠতে পারিনা এসব বলে হাসাহাসি করেন উনি। তারপর মাঝিকে বলে,নৌকা থেকে নেমে যায় আমরা। উনি মাটি থেকে একটা শশা আরো দুইটা অন্য সবজি পান। নিচ থেকে তুলে উনি খাওয়া শুরু করেন। আমি বললাম,,আপনি পাওয়া খবার খাচ্ছেন উনি বললো এগুলো আমিই ফেলেছিলাম মাঝিকে দেয়ার জন্য মাঝি তো নিলো না তাই আমিই এখন খাচ্ছি।
২// উপরের সপ্নটা দেখার কিছুমাস পরেই আবার দেখি,,আমি কালো বোরকা পরহিতা।
একটা সাগরে কাঠের নৌকায় উঠেছি আমার সাথে আমার স্বামী আছেন। উনি নৌকাটা চালাচ্ছে । সাগরে ঢেউ নেই। সাগরের মাঝখানে যায়নি। তারপরও আমার ভয় লাগছে যদি কোনো বড় ঢেউ আসে। কিছুক্ষণ পর দেখি আমি স্কুল ড্রেস পরে আছি আর আমার বান্ধবীকে বলতেছি, সাগরে নৌকায় উঠার বিষয়টা, বড় ঢেউ আসলে আমরা ডুবে যেতাম মারা যেতাম এসবও বললাম। তারপর আমার নানুও আমাকে বলছে, বড় ঢেউ আসলে দুজনেই মারা যাইতি। তারপর ৪ টায় ঘুম ভেঙ্গে যায়।
৩// আমার বান্ধবীকে দেখলাম তার বিয়ে হয়েছে। অনুষ্ঠান ছিল হালকা। একটা ঘরে যখন আমি ডুকি তখন অনেকগুলো ছেলে আমাকে গিরে ফেলে আমার নিকাব খুলার চেষ্টা করে আমি খুলিনি। কিছু মহিলাও ছিল। আমি তাদের বলতেছি আমি পর্দা করি আমি নিকাব খুলবো না। তারপর আমি একটা বোনকে সাথে নিয়ে ওই ঘর থেকে বের হয়ে আমার বান্ধবীর কাছে চলে আসি।
এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি?
উল্লেখ্য,, আমার বান্ধবী বাস্তবে বিবাহিত তার একটা মেয়েও আছে। আর আমি বাস্তবে অবিবাহিত।
৪// আমার প্রতিবেশী একজন বোন মারা যাওয়ার পর স্বপ্ন দেখি সে আমাকে বলছে,, এরপর তুমাদের সিরিয়াল( এটা দ্বারা কবরে যাওয়ার কথা বুঝিয়েছে) আমার সাথে আর দুইজন মেয়ে ছিল। তারপর আমি অনেক কান্নাকাটি করি আমার ফ্যামিলি+ আত্মীয় সবার কাছে স্বপ্নেই মাফ চাই।
এই স্বপ্নের ব্যাখ্যা কি?
এই স্বপ্নটা দেখে আমি অনেক ভয়ে আছি।