আসসালামুআলাইকুম শায়েখ।
আমি একজন Twitter Ghostwriter. আমার কাজ হলো যেসব ব্যবসায়ী তাদের Twitter Account এ Post বানানোর সময় পায় না অথবা Post বানাতে পারে না যার মাধ্যমে তাদের Views হবে, তাদের জন্য Twitter এর Post লিখে দেওয়া।
সাম্প্রতিক একজন গেমার আমাকে তার জন্য পোস্ট লিখে দেওয়ার জন্য অনুরোধ করছেন একটি ভালো অংকের টাকার বিনিময়ে। আমি মূলত একটি গেমের বিভিন্ন Updates এবং কলাকৌশল নিয়ে লেখালেখি করে দিব। এখন এমনটা করা কি জায়েজ হবে?
আমি কয়েকদিন আগে আরেকজন লোকের জন্য কাজ করে দিচ্ছি যিনি Crypto Trading করেন। এমন লোকের জন্য আমি "Trading is business, Trading is NOT gambling" এইরকম Tweets লিখে দেই এবং এর বিনিময়ে টাকা নেই। এটা কি জায়েজ?