আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
286 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (35 points)
closed by
আসসালামুআলাইকুম শায়েখ।

আমি একজন Twitter Ghostwriter. আমার কাজ হলো যেসব ব্যবসায়ী তাদের Twitter Account এ Post বানানোর সময় পায় না অথবা Post বানাতে পারে না যার মাধ্যমে তাদের Views হবে, তাদের জন্য Twitter এর Post লিখে দেওয়া।


সাম্প্রতিক একজন গেমার আমাকে তার জন্য পোস্ট লিখে দেওয়ার জন্য অনুরোধ করছেন একটি ভালো অংকের টাকার বিনিময়ে। আমি মূলত একটি গেমের বিভিন্ন Updates এবং কলাকৌশল নিয়ে লেখালেখি করে দিব। এখন এমনটা করা কি জায়েজ হবে?


আমি কয়েকদিন আগে আরেকজন লোকের জন্য কাজ করে দিচ্ছি যিনি Crypto Trading করেন। এমন লোকের জন্য আমি "Trading is business, Trading is NOT gambling" এইরকম Tweets লিখে দেই এবং এর বিনিময়ে টাকা নেই। এটা কি জায়েজ?
closed

1 Answer

–1 vote
by (677,160 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 92143

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যে সকল ব্যবসা নাজায়েয ও হারাম তাদের জন্য লিখে ইনকাম করা জায়েয হবে না। তবে হালাল ব্যবসার জন্য লিখে দেওয়া জায়েয হবে। সুতরাং crpyto trading যিনি শেখায় তার জন্য লিখে দেয়া জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (35 points)
আমি জানতে চেয়েছি Crpyto Trading যিনি শেখায় তার জন্য লেখা কি জায়েজ হবে?
by (677,160 points)
জায়েয হবে না। 
by (35 points)
বিস্তারিত জানতে চাচ্ছি।
by (35 points)
আমি এই মাসে উনার মাধ্যমে ১১,০০০/- টাকা উপার্জন করেছি, তা আমি না নিলে, আমার বিদেশি পার্টনার নিয়ে নিবে। 

আমার কি করা উচিত?

by (677,160 points)
আপনার জন্য এগুলো নেয়া জায়েয হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...