আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
83 views
in সালাত(Prayer) by (2 points)
ফজরের নামাজে একটু দেরি করে আসায় দেখি ১ম কাতার পরিপূর্ণ, কোনোভাবে সামনের কাতারে নামাজ পড়ার সুযোগ নেই। ওযু খানায়ও দেখলাম কেউ নেই।যেহেতু ফজরের নামাজ অন্য মুসল্লি আসার সুযোগ কম। এমতাবস্থায় আমি যদি সামনের কাতার থেকে একজনকে টেনে পিছনে দাড় করিয়ে দেই এতে মসজিদে হট্টগোল সৃষ্টি হওয়ার সুযোগ আছে। এক্ষেত্রে কি আমি একাই পিছনের কাতারে নামাজ আদায় করতে পারব?
বিষয়টি আমি ইমাম সাহেবকে বলছি যেন এই মাসয়ালাটা নামাজ শেষে সবাইকে জানিয়ে দেওয়া হয়, যেন কোনোদিন এমন পরিস্থিতিতে না পড়তে হয়। কিন্তু তিনি এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ দিচ্ছেন না। আমি আজকেও একই পরিস্থিতিতে পড়েছি। অনেক সময় দেখা যায় একা কেউ পিছনের কাতারে নামাজ পড়ে চলে যায়।।।।
আমার প্রশ্ন হলো যেহেতু ইমাম সাহেব সবাইকে জানিয়ে দিচ্ছেন না, আমার জানা মতে অনেকে এই মাসয়ালা জানেন না,  এক্ষেত্রে কি আমি একাই ২য় কাতারে নামাজ আদায় করতে পারব?  বিশৃঙ্খলা এড়াতে?
মাসয়ালাটা আমিও জানতাম না, কিছুদিন আগে শিখেছি। আর গ্রামের অনেকে সাধারণত জানেনা এটায় ধারণা। নিজেকে কখনো পণ্ডিত / জানলেওয়ালা দাবি করছিনা। (আল্লাহ ভালো জানেন)

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেহেতু মাস'আলা সবাই জানছে না, তাই বিশৃঙ্খলা এড়াতে একাকি পিছনের কাতারে নামায পড়া যাবে, মাকরুহ হবে না।

الفتاوى الهندية (1/ 107):
"ويكره للمنفرد أن يقوم في خلال صفوف الجماعة فيخالفهم في القيام والقعود وكذا للمقتدي أن يقوم خلف الصفوف وحده إذا وجد فرجة في الصفوف وإن لم يجد فرجة في الصفوف روى محمد بن شجاع وحسن بن زياد عن أبي حنيفة - رحمه الله تعالى - أنه لايكره فإن جر أحداً من الصف إلى نفسه وقام معه فذلك أولى. كذا في المحيط وينبغي أن يكون عالماً حتى لاتفسد الصلاة على نفسه. كذا في خزانة الفتاوى".فقط واللہ اعلم


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...