আলহামদুলিল্লাহ
আমার আত্মীয় আমার কাপড় ধুয়ে দিছে,পায়জামা নাপাক আর জামা ওড়না তেমন নাপাক না,ছিটে ফোটা পড়তে পারে মিশ্রিত পানির এমন,পায়জামা আলাদা ধুইছে,উনি বলছে ৩ বার করে ধুইচে,ঠিক কিনা জানিনা,কিন্তু উনি এক পানিতে একাধিক কাপড় একসাথে ধোয়,শেষের বার ধোয়া পানিতে আবার অন্য কেচে রাখা (পাক/নাপাক) কাপড় ধোয়,উনি ধোয়ার বিধান সম্পর্কে স্পষ্টভাবে জানে না,কিন্তু উনি কাপড় ধোয়ার পাউডার লাগিয়ে কেচে নেয় দেখেছি আমি,আর নাপাক ধোয়ার সময় কল ধোয় না,তিনবার ধোয়ার সময় পানি পাল্টানোর পর হাত ধোয় কিনা খেয়াল করি নাই,আমি ওয়াসওয়াসা এর রোগী হওয়ায় বার বার হাত,কল বালতি ধুই,কিন্তু কাপড়ে কোন নাপাকী,গন্ধ কিছু নেই,আলহামদুলিল্লাহ,ধুলাবালি ও পরিষ্কার হয়ে গেছে,একদম চকচকে,কিন্তু একটা পায়জামায় হায়েযের দাগ আছে।যেটা আমি একবার ধুয়ে ব্যাবহার করেছি, ধোয়ার পর ও দাগ ছিল।আবার উনি ধুয়েছে,সব পায়জামা একসাথে ধুয়েছে।আর জামা আলাদা।দেখতে সব ঠিক আছে কিন্তু সন্দেহের কারণে এটা পরতে পারছি না।
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল,ওয়াসওয়াসা এর রোগী,আপনাদের প্রোভাইড করা অনেক ভিডিও ই ইউটিউব এ দেখেছি আগেই ,আপনাদের কাউন্সিলিং বন্ধ।
১.সবগুলো কাপড় কি পাক হবে?
২.হায়েযের দাগ থাকায় এর সাথে থাকা সব কাপড় কি নাপাক হবে?
৩.যদি পাক না হয় তাহলে এখন এই কাপড় গুলো কয়বার ধুতে হবে?