ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ*وَأُمِّهِ وَأَبِيهِ*وَصَاحِبَتِهِ وَبَنِيهِ
সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
তার মাতা, তার পিতা,তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।(সূরা আবাসা-৩৪-৩৬)
আল্লাহ তা'আলা আরো বলেন,
يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ
যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,
وَصَاحِبَتِهِ وَأَخِيهِ
তার স্ত্রীকে, তার ভ্রাতাকে,
وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ
তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।
وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ
এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।(সূরা মা'আরিজ-১১-১৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)যাদের পিতা -মাতা জাহান্নামে যাবে তাদের সাথে তাদের জান্নাতপ্রাপ্ত সন্তানের কোনো সম্পর্ক থাকবে না। অথবা সন্তান জাহান্নামে গেলে এবং পিতা -মাতা জান্নাতে থাকলে, তখনও তাদের মধ্যে কোন সম্পর্ক থাকবে না।
(২)পরকালে জান্নাতে প্রবেশ করার পর সন্তানের সাথে পিতা -মাতার কোন সম্পর্ক থাকবে না।
(৩)সন্তানকে তাদের পিতা-মাতা কিংবা পিতা-মাতাকে তাদের সন্তান চিনতে পারবে।