আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
104 views
in কুরবানী (Slaughtering) by (12 points)
১)আমরা জানি কারোর কাছে সাড়ে সাত ভরির কম শুধুমাত্র স্বর্ণ একবছর থাকলে তার উপর যাকাত ফরজ হয় না, কিন্তু এর সাথে সামান্য পরিমাণ নগত অর্থ থাকলেও যাকাত ফরজ হয়ে যায়, যদি ২টা মিলে রুপার নিসাবকে পূর্ণ করে, আমার কাছে যদি ২ভরি যদি স্বর্ণ থাকে, হাতে কোনো নগত অর্থ যদি না থাকে বছর শেষে, কিন্তু ফোনের ফ্লেক্সিলোড হিসাবে যদি ১০০/২০০টাকার মতো থাকে, যা দিয়ে হয়তো আমি ১/২মাস কথা বলতে পারবো, তারপরে এটা শেষ হয়ে যাবে, কিন্তু বছর শেষে যদি স্বর্ণের সাথে যদি ফ্লেক্সিলোড হিসাবে ফোনে ১০০/২০০টাকা থাকে, যেহেতু ফোনের ফ্লেক্সিলোড হিসাবে যে অল্প পরিমাণ টাকা থাকে এইটা শূন্য করে রাখা আমার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে কি আমার যাকাত ফরজ হবে? এবং কুরবানী ঈদের ৩দিন পর্যন্ত যদি এটা আমার কাছে থাকে তাহলে কি হজ্ব ও ওয়াজিব হবে আমার ক্ষেত্রে?

২)যদি আমার কাছে শুধুমাত্র ২ভরি স্বর্ণ  থাকে কিন্তু কোনো নগত অর্থ আমার কাছে না থাকে কিন্তু কুরবানী ঈদের ৩দিনের মধ্যে যদি আমাকে কেউ ৫০০টাকা সালামি দেয়, তাহলে কি ঐসময় কি আমার জন্য কুরবানী ওয়াজিব হয়ে যাবে? আর যদি ওয়াজিব হয়েও যায়, সে সময় আমি যদি টাকা টা দিয়ে কিছু কিনে খেয়ে ফেলে অথবা দান করে ফেলি এই তিন দিনের মধ্যে, তাহলেও কি আমাকে কুরবানী দিতে হবে?

1 Answer

0 votes
by (591,600 points)
ওয়াআলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121

নিত্যপ্রয়োজনীয় ব্যয়ভার ব্যতীত প্রত্যেক  নেসাব (৭.৫ ভড়ি স্বর্ণ/৫২.৫ ভড়ি রূপা বা রূপার সমমূল্য) পরিমাণ মালের মালিক স্বাধীন মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব।এক্ষেত্রে বাড়ন্ত মাল হওয়া শর্ত নয় এবং এক বৎসর অতিবাহিত হওয়াও শর্ত নয়।যেভাবে সদকাতুল ফিতরের নেসাব ঠিক এভাবে কুবানিরও নেসাব। বিস্তারিত জানুন-

বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1688
মালে নামী(ক্রমবর্ধমান)মালের ব্যখ্যা জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1434


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কারো কাছে যদি ২ ভরি যদি স্বর্ণ থাকে, এবং হাতে প্রয়োজন অতিরিক্ত কোনো নগদ টাকা না থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। ফ্লেক্সিলোডের জন্য যদি কারো ১০০/২০০টাকার মতো থাকে, তাহলে স্বর্ণ বা রূপার সাথে মিলিত হয়ে তার উপর যাকাত বা কুরবানি ওয়াজিব হবে না। কেননা এই টাকা প্রয়োজন অতিরিক্ত নয়।  হ্যা, যদি কোনো প্রয়োজন ছাড়া এমনিতেই কারো নিকট কুরবানির দিন সমূহের কোনো দিন সামান্য টাকা থাকে, তাহলে তখন স্বর্ণ বা রূপার সাথে মিলিত হয়ে তার উপর কুরবানি ওয়াজিব হবে। 

(২)
নেসাবের চেয়ে কম স্বর্ণ রূপার সাথে প্রয়োজন অতিরক্ত নগদ টাকা থাকা শর্ত। সুতরাং এই ৫০০ টাকা যদি প্রয়োজন অতিরিক্ত হয়,এবং কুরবানির দিন সমূহের কোনো একদিন ঐ ব্যক্তির কাছে থাকে, তাহলে ঐ ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...