ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
وإن كان كل واحد منهم صبيا أو كان شريك السبع من يريد اللحم أو كان نصرانيا ونحو ذلك لا يجوز للآخرين أيضا كذا في السراجية.
তরজমাঃযদি সাত শরীকের সাতজনই শিশু হয়,বা একজন গোস্তের নিয়তে শরীক হয় বা একজন খৃষ্টান হয়, তাহলে অন্যান্য শরীক(যাদের নিয়্যাত কুরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন )তাদের কারো কুরবানি সহীহ হবে না, বরং সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। (ফাতাওয়া হিন্দিয়া;৫/৩০৪) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
18148
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যৌথ গরু কুরবানিতে ৫/৭ ভাগের ২/১ ভাগ দেনেওয়ালার উপার্জন যদি হারাম (সুদ/ঘুষ) মিশ্রিত হয়, তবে সকলের কুরবানীই বাতিল হয়ে যাবে।
(২) দুইবার বিয়ে পড়ানোর কোনো যৌক্তিকতা নাই। প্রথমবার সুন্নাহ মেনে বিয়ে করে নিলেই বারাকাহ আসবে। মসজিদে খেজুর খেয়ে নগদ মহরে বিয়ে সম্পন্ন করে নিবেন।ইনশা'আল্লাহ বারাকাহ আসবে। এবং আপনার পাশের কোনো মাদরাসার ছাত্র উস্তাদ কে দাওয়াত দিয়ে সামর্থ্যানুযায়ী ওলিমা করে নিবেন।তথা নেককার ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে ওলিমা অনিষ্টান সম্পন্ন করে নিবেন।