আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
201 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (21 points)
reshown by
আসসালামু আলাইকুম

আমি সাউন্ড ডিজাইনার, সাউন্ড ডিজাইনার তারা দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে মিউজিক তৈরি করা আর একটা হচ্ছে সাউন্ড ইফেক্ট তৈরি করা।
তো আমি মিউজিক এবং সাউন্ড ইফেক্ট দুইটায় তৈরি করতে পারি। তো এগুলা তৈরি করে একটা গেমের ওয়েবসাইটে আপলোড করে সেগুলোতে একটা নির্দিষ্ট একটা দাম লিখে দিই ( দোকানের মতো) । অনেক এন্ড্রয়ড গেম কোম্পানি এবং পিসি গেম কোম্পানি তারা সেই গেমের ওয়েবসাইটে ঢুকে আমার দেওয়া মিউজিক ও সাউন্ড ইফেক্ট তাদের দামের মধ্যে পরলে কিনে থাকে। তারা কিনলে আমি টাকা পেয়ে থাকি। হেদায়েত পাওয়ার পরে আমি বুঝতে পারি মিউজিক তৈরি করা কবিরাহ গোনাহ। তাই সামনে ডিসিশন নিচ্ছি মিউজিক টা সম্পুর্ণ ভাবে ছেড়ে দিবো ( সবকিছু ঠিক থাকলে তবে ফাইনাল না )। এবং শুধু সাউন্ড ইফেক্ট নিয়ে কাজ করবো যেহেতু সাউন্ড ইফেক্ট হারাম জিনিস না। এখন কথা হচ্ছে ।

যারা কাফের তাদের গেমতো বেশিরভাগ হারাম জিনিস থাকে আর কিছু কিছু গেমে নকল শিরক, কুফুরি জিনিস ঢুকিয়ে দেয় গল্পের খাতিরে কিন্তু সব গেমে না ।
অর্থাত যে কোম্পানি আমার মিউজিক ও সাউন্ড ইফেক্ট কিনছে , আমার এই সাউন্ড ইফেক্ট ও মিউজিক কিনে তারা সেটা গোয়েন্দা গেম, সাইন্সের গেম, যুদ্ধের গেম, রেসিং গেম, জানি না কিছু কিছু গেমে শিরক ও কুফুরিও থাকতে পারে এসব গেমে আমার সাউন্ড ইফেক্ট ও মিউজিক ব্যবহার করছে।
আমার প্রশ্ন

১) এই গেমের ওয়েবসাইট এ আমার যে মিউজিক গুলা বিক্রি হচ্ছে এগুলা সব হারাম হয়ে যাচ্ছে?
যদি হারাম হয় আমার মিউজিক গুলা ডিলেট না করে এখানে থেকে যা টাকা পায় এগুলা নিজে না খেয়ে আমার আশেপাশে অনেক গরিব লোক আছে, তাদের কে দিয়ে দিলে আমার কি গোনাহ হবে?

২) আমার তৈরি করা যে সাউন্ড ইফেক্ট বিক্রি হচ্ছে এগুলা কি হারাম , হালাল বা মাকরুহ হচ্ছে?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সববে ক্বারিব এর হুকুম হল, বিক্রেতা বা ভাড়া প্রদাণকারীর উদ্দেশ্য যদি হয়, গোনাহের কাজে সগযোগিতা করা,তাহলে এটা গোনাহ এবং গোনাহের কাজে সরাসরি সহযোগিতা হওয়ার দরুণ স্পষ্টত নাজায়েয ও হারাম হিসেবে বিবেচিত হবে। তবে যদি তার নিয়ত ও উদ্দেশ্য গোনাহের কাজে সহযোগিতা করা না হয়, তাহলে সেটা দুই প্রকার হবে, যথা- 
(ক) যদি তার জানা না থাকে যে, ক্রেতা আঙ্গুর ক্রয় করে সিরকা বানাবে না মদ তৈরী করবে না অন্য কোনো বৈধ কাজে ব্যবহার করবে? অথবা ভাড়ায় গ্রহণকারী ব্যক্তি উক্ত জায়গাতে কোনো নাজায়েয কাজ করবে? তাহলে এমতাবস্থায় বিক্রয় করা ও ভাড়ায় প্রদাণ করা জায়েয  হিসেবে বিবেচিত হবে। 
(খ)যদি তার জানা থাকে যে, ক্রেতা আঙ্গুর ক্রয় করে সিরকা বানাবে না মদ তৈরী করবে না অন্য কোনো বৈধ কাজে ব্যবহার করবে? অথবা ভাড়ায় গ্রহণকারী ব্যক্তি উক্ত জায়গাতে কোনো নাজায়েয কাজ করবে? তাহলে এমতাবস্থায় বিক্রয় করা ও ভাড়ায় প্রদাণ করা মাকরুহ  হিসেবে বিবেচিত হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 92143 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) গেইমের ওয়েবসাইটে আপনার যে মিউজিক গুলো বিক্রি হচ্ছে, এগুলোর ইনকাম হারাম। এই ইনকাম আশেপাশে গরিব মিসকিনদেরকে দিয়ে দিলে কোনো গোনাহ হবে না।
(২) আপনার তৈরি সাউন্ড ইফেক্টগুলোর ইনকাম হারাম, কেননা এদ্বারা হারাম কাজে সহযোগিতা করা হচ্ছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (21 points)
edited by
এগুলা (মিউজিক ও সাউন্ড ইফেক্ট) গেম কোম্পানির কাছে বিক্রি করলে ঈমানের ক্ষতি হয়?
by (606,750 points)
ঈমান ক্ষতি না হলেও এগুলো বিক্রি করা তো জায়েয হবে না।কেননা তারা তো গোনাহের কাজে ব্যয় করবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...