ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করার নির্দেশ আল্লাহ তা'আলা দিয়েছেন।
আল্লাহ তা'আলা বলেন,
ﻓَﺎﺻْﺒِﺮْ ﻋَﻠَﻰ ﻣَﺎ ﻳَﻘُﻮﻟُﻮﻥَ ﻭَﺳَﺒِّﺢْ ﺑِﺤَﻤْﺪِ ﺭَﺑِّﻚَ ﻗَﺒْﻞَ ﻃُﻠُﻮﻉِ ﺍﻟﺸَّﻤْﺲِ ﻭَﻗَﺒْﻞَ ﺍﻟْﻐُﺮُﻭﺏِ
অতএব, তারা যা কিছু বলে, তজ্জন্যে আপনি ছবর করুন এবং, সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন।(সূরা ক্বাফ-৩৯)
আল্লাহ তা'আলা অন্যত্র বলেন,
ﻭَﺳَﺒِّﺢْ ﺑِﺤَﻤْﺪِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﻌَﺸِﻲِّ ﻭَﺍﻟْﺈِﺑْﻜَﺎﺭِ
এবং সকাল-সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসা-সহ পবিত্রতা বর্ণনা করুন।(সূরা মু'মিন-৫৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
452
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সকাল সন্ধ্যা তাসবিহাত পাঠ করার নির্দেশ আল্লাহ তা'আলা দিয়েছেন। তবে এক্ষেত্রে কোনো তাসবিহকে নির্ধারিত করে দেননি। হ্যা, হাদীসে বিভিন্ন সময়ে বিভিন্ন দু'আর কথা উল্লেখ রয়েছে। তবে সংখ্যা নির্ধারণ করার কথা বিশেষ কিছু ক্ষেত্রে ব্যতিত অনুৎসাহিত করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1104