আসসালামু আলাইকুম উস্তায,
আমার আগে ইস্তিহাযা রুগ ছিল এখন তা ভালো হয়েছে। আমার ১৮ তারিখ আসরের সময় হায়েয হয়। পবিত্র হই ২৫ তারিখ ঈশায়। কিন্তু ২৮ তারিখে আবার হালকা বাদামি রঙের স্রাব দেখি৷ আমার স্পষ্ট মনে নাই কখন দেখেছি। আসর অথবা মাগরিবের সময় দেখেছি৷ সময়টা কখন তা একদম নিশ্চিত বলতে পারছি না।
ওই সময় আমি বিষয়টা খেয়াল করিনি ১০ দিন ১০ রাত হলে হায়েয, আর এরপর হলে ইস্তিহাযা। আমার সাধারণত ৭ দিন পর্যন্ত হায়েয থাকে। আমার যেহেতু ইস্তিহাযা অসুখ ছিল, তাই ওইদিন আমি ভেবেছিলাম ইস্তিহাযা হালকা হয়েছে।
বিঃদ্রঃ স্রাব দেখার পর আর দেখেছি কিনা মনে নাই। তবে অধিক ধারণা আর কিছু দেখি নাই।
আমার প্রশ্ন: উপরোক্ত বর্ণনা মতে আমার উপর কি গোসল ফরয? আমি কি পূর্বের সব সালাত কাযা করবো? সালাত কাযার ক্ষেত্রে যে নফল সালাত পড়েছি ওইগুলোও কি কাযা করবো?