ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
দাওয়াতী উদ্দেশ্যে এক বোনের বাসায় মজলিসে যে খাবারটা খাই
যে আপার বাসায় মজলিসটা হয় আপার স্বামী ব্যাংকার তবে কি উনার বাসায় মজলিস শেষে যে মেহনানদারী করে আমাদের জন্য তা খাওয়া কি হালাল হবে?
মানে না খেয়ে আসলে যদি তিনি মনে কষ্ট পান,আবার মজলিসের আদব রক্ষার্থেও সামান্য খাবার আরকি একটু মুখে দেয়া (মন রক্ষার্থে) এটা কি হারাম হয়ে যাবে? কারো সাথে দাওয়াতের উদ্দেশ্য সম্পর্ক ভালো করতে হলে তার খাবারটা না খেলেও বিষয়টা কেমন দেখায়,কিন্তু তার স্বামীর ইনকাম হারাম হওয়ায় তো খেতেও পারছিনা।
সেক্ষেত্রে কোনটা করলে উত্তম হবে? একটু যদি বলতেন উস্তাদ্?