আসসালামু আলাইকুম উস্তাদ,এক বোনের পক্ষ থেকে প্রশ্ন।
আমার স্বামী আমাকে গত তিনদিন আগে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই বিকেলে কল দেয়। আমি তখন রংপুরে ছিলাম আর আমার স্বামী ছিল দিনাজপুরে। আর আমার স্বামী মানসিকভাবে প্রায় অসুস্থ থাকে,,,তার পরিবার এবং আমার ধারণা যে,তার উপর জিনের খারাপ প্রভাব আছে। এজন্য সে তার ইচ্ছার বিরুদ্ধে এমন অনেক কাজই করে যেটা করার পর যখন সে শান্ত হয় তখন তার মনে হয় যে সে এমন করা টা তার উচিত হয়নি, সে নিজের ইচ্ছায় তা করতে চায়নি কিন্তু সেই সময় টাতে সে নিজেকে ঠিক রাখতে পারেনি। এখন বিষয় হচ্ছে হুজুর যে, গত তিনদিন আগে তার ঠিক এমনই সমস্যা হয়েছিল তার বাসায় আর আমি সেই সময় রংপুর এ,,,সে ওইদিন তার বাবা মার সাথে বাসায় চিল্লাচিল্লি করে বাসা থেকে বের হয়ে কোনো কারণ ছাড়াই আমাকে কল দিয়ে বললো যে, "" তুমি আমার সাথে আজকের পর থেকে কোনো কথা বলবা না, আমাকে কল দিবানা, তারপর বললো যে, তোমার যত প্রকার তালাক প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিলাম """"" এটা আমি শুনছি,,,,ঠিক তার ২/৩ ঘন্টা পর তাকে আমি কল দিয়ে বলি যে তুমি আমাকে এইসব কি বলছো? তুমি কি জানো যে আমাকে তুমি কি সব কথা বলছো? কিন্তু তখন সে আমাকে বললো যে সে এমন কিছুই আমাকে নিয়ত করে বলেনি আর সে আমাকে বলছে যে আমি নাকি তার কথা টা ভুল শুনছি। সে নাকি আমাকে বলছিলো যে তোমার যত প্রকার তালাক প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিবো তাও তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখবানা। সে আজ এই ৩ দিন পরেও একি কথাই আমাকে বলতেছে যে সে আমাকে তালাক দিলাম বলেনি তালাক দিবো বলছে,,,কিন্তু আমার মনেহয় আমি স্পষ্ট শুনছি যে সে আমাকে বলছে যে তোমার যত প্রকার তালাক প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আমার স্বামী কোনোভাবেই আমার কথা টা মানতে নারাজ। তার এখন পর্যন্ত এটই কথা যে, সে আমাকে বলছে , তোমার যত প্রকার তালাক প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিবো তাও তুমি আমার সাথে কথা বলবানা। আর সে যখন আমাকে এই কথা বলতেছিলো তখন সে এখানে যত প্রকার তালাক বলতে বুঝাইছিলো যে তালাক দেয়ার জন্য যতো প্রকার কাগজ পএ রেডি করার দরকার এই বিষয় টা,,,,এটা সে যখন আমাকে বলতেছিলো তখন আমিও এটাই জানতাম আর আমার স্বামীও সেই বিষয় টাই এখানে রাখে আমাকে বলছিলো। কিন্তু আমার স্বামী এবং আমার সন্দেহ এই জায়গাতেই যে সে তালাক দিবো বলছে না দিলাম বলছে,,,, আমার স্বামীর কথা সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত এটাই যে, সে বলছে,,""তোমার যতো প্রকার তালাক প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিবো তাও তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখবানা।"""" আর আমার যতদূর বিশ্বাস আমি এটাই শুনছি যে সে আমাকে বলছে যে, "" তোমার যত প্রকার তালাক প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিলাম।"""" এখন হুজুর আমার প্রশ্ন এটাই যে এটাতে তালাক পতিত হয়েছে কিনা? আর যদি হয়ে থাকে তাহলে সেটা কত তালাক। আর হুজুর আমার মনের ব্যক্তিগত ভয় একটা বিষয়ে সেটা হচ্ছে যে সে আমাকে তালাক কথা টা বলার সময় ""যত প্রকার তালাক প্রয়োজন ""কথা টা উল্লেখ করছে,,,,যদিও আমি জানি যে সে মূলত এখানে তালাক দিতে কি কি কাগজ পএ লাগে সেগুলার কথা উল্লেখ করে আমাকে বলছে এবং সেও মূলত আমাকে একি কথাই বলতেছে যে সে আমাকে এখানে যত প্রকার তালাক প্রয়োজন বলতে বুঝাইছে তালাক দিতে যত কাগজ পএ রেডি করতে লাগে এই বিষয় টা,,, আর হুজুর আরেকটা বিষয় হচ্ছে যে আমার স্বামীকে আমি যখন বেশি কনফিডেন্স নিয়ে বলতেছি যে সে আমাকে তালাক দিয়ে দিলাম বলছে তখনই সে ভেঙে যাচ্ছে এবং তার মনে তখন এই দূর্বলতা কাজ করছে যে সে আমাকে দিলাম বলছে নাকি দিবো বলছে,,,তবে হুজুর তার মন থেকে এখনো এটাই কথা যে সে আমাকে তালাক দেয়ার কথা মন থেকে পরিপূর্ণ নিয়তে কখনো ভাবেনি এবং সেইদিনও সে আমাকে তালাকের নিয়ত করে কথা বলেনি,এটা সেইদিন থেকে আজও তার যুক্তি,,, এখন এক্ষেত্রে হুজুর আমাদের সমস্যাটার পরিপূর্ণ সমাধান আমাদের দেন হুজুর,,,,আর একটু কষ্ট করে জলদি দিলে বেশি ভালো হয় হুজুর,, এইসব বিষয় নিয়ে খুব ভয় হচ্ছে,,,আর হুজুর এখনে আরেকটা বিষয় উল্লেখ্য যে আমরা দুইজনই হানাফী মাজহাবের।