বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কেউ অমুসলিম হওয়ার পর যদি সে আবার ইসলামকে কবুল করে নেয়,তাহলে আল্লাহ তা'আলা তার অতীতের সমস্ত গোনাহকে ক্ষমা করে দিবেন।
কিন্তু যদি ইসলাম কবুল না করে তাহলে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ الَّذِينَ كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُوْلَـئِكَ هُمُ الضَّآلُّونَ
যারা ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে, কস্মিণকালেও তাদের তওবা কবুল করা হবে না। আর তারা হলো গোমরাহ।
إِنَّ الَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الأرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُوْلَـئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও তার পরিবর্তে দেয়া হয়, তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব! পক্ষান্তরে তাদের কোনই সাহায্যকারী নেই।
(সূরা আলে ইমরান-৯০-৯১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঐ ব্যক্তি প্রথমে কাফির হয়ে গিয়েছে,তারপর যেহেতু সে মুখ দ্বারা কালেমা পড়ে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে মুসলমান হয়নি,তাই মনে মনে ইসলাম থাকার দরুণ তাকে মুসলমান গণ্য করা যাবে না।