আসসালামু আলাইকুম। ওস্তাদ, আমার বিয়ে হয়েছে ছয় বছর। ছয় বছরে আমার সন্তান হয়েছে চারটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছে, আমার একটা সন্তানও বেছে নেই। ৮ মাসে আমার ডেলিভারি হয়ে যায় এবং কিছুদিন পর পর মারা যায়। ডক্টরস সাইডে অনেক ট্রিটমেন্ট করেছি। এবং অনেক অনেক হুজুরের ট্রিটমেন্ট ও করেছি, তিনজন রাখির কাছে রোকাইয়া করেছি, কোন সুফল পাইনি। আমার অনেক জিনের সমস্যা ঘুমের মধ্যে এবং প্রেগনেন্সি আসলে খুব বেশি বেড়ে যায়।গত ২৩ রমজানে একটা ছেলে বেবি হারিয়েছি এবং এবারের ২৩ রমজানে একটা মেয়ে বেবি হারিয়েছি, এর আগে দুইটা ছেলে বেবি হারিয়েছি। আমার আব্বু আম্মুরা এবং আমার হাজব্যান্ড আমার অনেক টিটমেন্ট করেছে। ওস্তাদ, দয়া করে এমন কোন কিছু বলেন আমি কি করলে জিন থেকে মুক্তি পাবো?
এখন আমার হাজব্যান্ড বলছে উনি বিয়ে করতে চাই। উনি ভাবছে আমাকে দিয়ে আর হবে না। আমি মানসিকভাবে অনেক কষ্টে আছি। ওস্তাদ, বাচ্চা মারা গেলে কি আমাদের ইসলাম বিয়ে করতে বলছে? আমাকে একটু বলেন প্লিজ... আমি আমার জামাইকে অনেক রেস্পেক্ট করি অনেক যত্ন করি উনার অনেক কেয়ার করি। ইভেন, আমি ওনাকে ফিন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে ফিন্যান্সিয়াল সাপোর্ট শুরু করে সব সময় ওনার পাশে থাকার চেষ্টা করি । ওনার ফ্যামিলি মেম্বারের সবাইকে আমার শ্বশুর-শাশুড়ি থেকে শুরু করে সবাইকে অনেক কেয়ার করি, আমার শ্বশুর আমাকে অনেক পছন্দ করে। কিন্তু, আমার হাজব্যান্ড ও আমাকে অনেক পছন্দ করে , শুধুমাত্র আমার প্রেগনেন্সি দশ মাস পর্যন্ত টিকে না, আমার বেবি বাঁচে না, সেজন্য এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে এটা কি আমাদের ইসলাম permit করে ? কিন্তু আমি তো এরকম কিছু ভাবতেই পারছি না।