আচ্ছা ধরেন একজন বিদেশী নাস্তিক কাফের যে ইসলাম বিরোধী কাজের সাথে লিপ্ত। তার কাছে আমি যদি কিছু ডিজিটাল আইটেম বিক্রি করি যেমন ওয়েবসাইট, মিউজিক অথবা হালাল- হারাম হোক যেকোনো প্রডাক্ট ।
এখন আমি যদি জেনে থাকি যে সেই কাফের আমার কাছ থেকে জিনিস কিনে ইসলাম বিরোধী কাজে ব্যবহার করবে । ধরুন যদি তার কাছে ওয়েবসাইট বিক্রি করি সে ওয়েবসাইট টা ইসলাম বিরোধী কাজে ব্যবহার করবে । এখন আমিও জানি যে সে আমার কাজ থেকে ডিজিটাল আইটেম কিনে ইসলাম বিরোধী কাজ করবে, জেনেশুনে তার কাছে এ সমস্ত ডিজিটাল আইটেম বিক্রি করলে কি আমার ইমান চলে যেতে পারে?