আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আমার একটা সমস্যার সমাধান চাই। দয়া করে সমাধান দিবেন প্লিজ।পোস্ট টা বড় হয়ে যাবে তার জন্য দু:খিত।
আমি ওসোওয়াসা বা সূচি বায়ু রোগে আক্রান্ত। আমার পাক পবিত্রতা নিয়ে বেশি সমস্যা। আমি কারো সাথে মিশতে পারি না, কারো গায়ের সঙ্গে গা লাগলে মনে হয় অপবিত্র হয়ে যাচ্ছে।বিছানায় কেও বসলে মনে হয় বিছানা অপবিত্র হয়ে যাচ্ছে। আমার টয়লেট অনেক সময় লাগে,মনে হয় পস্রাব করলে তার ছিটে পায়জামাতে লাগে,বাসায় ছোট বাচ্ছা পস্রাব করলে ইচ্ছে করে পুরো বাসা মুছে ফেলি।বার বার মনে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় / এক কাপড় থেকে অন্য কাপড়ে নাপাকি লাগে ফলে সব ধুইতে ইচ্ছে করে। আমি নিশ্চিত জানি না নাপাকি আছে কিনা তাও মনে হয় আছে আর আমি ধরলে নাপাক হয়ে যাবো। আর নামাজ পড়লে আমার নামাজ হবে না, আল্লাহ অখুশি হবেন।
দীর্ঘ ৫ বছর যাবত এ রোগে ভুগছি।আমি আর পারছি না,আমি একটু স্বাভাবিক ভাবে বাচতে চাই।আমার কি করা উচিত?
মাঝে মাঝে ইচ্ছে করে নামাজ,সব রকম ইবাদত ছেড়ে দেই তাহলে আমি ভালো থাকবো।আবার মাঝে মাঝে ইচ্ছে করে আত্মহত্যা করি।আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি...
১.রুকাইয়া করেছি তাও কাজ হচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বাচবো এ থেকে???
২.আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে মনে হয় কারো সাথে লাগলে বা কোথাও হতে আমার শরীরে নাপাক লাগছে এবং আমিও নাপাক হয়ে যাচ্ছি, এরকম মনে হওয়ার পরও যদি আমি না ধুয়ে, পবিত্র না হয়ে, ইচ্ছের বিরুদ্ধে মনে খুত নিয়েও নামাজ / ইবাদত করে যাই তাহলে কি আমার নামাজ কবুল হবে?