আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
ওয়েব ডিজাইন বিষয়ক বাকি প্রশ্নউত্তর পড়েছি কিন্তু আমার উত্তরটি না পাওয়ায় প্রশ্ন করছি। আমি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করছি,এখন কথা হচ্ছে কোনো ওয়েবসাইট যদি বানাই যেখানে মানুষ বা প্রাণীর ছবি যুক্ত করে দিতে হয়(বানাবো না,কিন্তু যুক্ত করেবো) আর তাতে যদি চোখ না থাকে, তাহলে তা কি জায়েয? আমি বিভিন্ন মাদরাসার ওয়েবসাইটে দেখেছি ত্বলিব ত্বলিবাদের নামের সাথে একটা করে পুরুষ বা নারীর অবয়ব আকা,চোখ বাদ দিয়ে। আর আমি শুনেছি চোখ না থাকলে প্রাণীর গঠন বা অবয়ব বানালে সমস্যা নেই। আর আমি তো বানাচ্ছিও না,কেবল চোখবিহীন অবয়ব বসাবো ওয়েবসাইটে,হাত পা সবই আছে চোখ নাই এমন ছবি ওয়েবসাইটে যুক্ত করা যাবে??ইনকাম হালাল হবে?