আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষার্থী। আমাদের এই ভার্সিটির একটা বড় সমস্যা রয়েছে; তা হলো: ফাইনাল পরীক্ষার খাতা ঠিক মতো মূল্যায়ন করা হয় না। ভার্সিটির প্রায় সকল শিক্ষার্থীর কম _ বেশি এই ঝামেলায় পড়তে হয়েছে। যেহেতু ফাইনাল ইয়ারে আছি | এখন কোনো বিষয়ে ফেইল আসলে সম্পূর্ণ একটা বছর নষ্ট হবে। একজন পরীক্ষার্থী হিসেবে নিজের প্রতি এ আস্থা টুকু আছে যে, সব বিষয়ে পাশ করার যোগ্যতা আমি রাখি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে, এই অহেতুক পেরেশানি থেকে বাঁচতে , যদি ভার্সিটি কর্তৃপক্ষের সাহায্য নেই , তবে কি আমি গুনাহগার হবো ? উল্লেখ্য, আমার ভবিষ্যতে চাকরি করার কোনো নিয়ত নেই। আমি একজন ব্যবসায়ী | বাকি জীবন এই পেশাতেই থাকতে চাই।