বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি নিশ্চিতভাবে জানা যায় যে, বিজনেস পর্টনারের মূলধন হারাম, তাহলে এমতাবস্থায় ঐ ব্যক্তির সাথে বিজনেসে শরীক হওয়া জায়েয হবে না।
এখন প্রশ্ন হল, হারাম মূলধনের মালিকের সাথে বিজনেসে শরীক হওয়া যদি নাজায়েয হয়, এখন এমতাবস্থায় কেউ যদি বিজনেস শুরু করে নেয়, তাহলে যার মূলধন হালাল, তার প্রফিট কি হারাম হবে?
উক্ত প্রশ্নের জবাবে বলা হবে, যার মূলধন হালাল, তার মূলধনের পরিমাণ প্রফিট হারাম হবে না বরং হালাল হবে।
"إن خلط الغاصب المال المغصوب أو الحرام بمال نفسه الحلال، فالصحيح فى مذهب الحنفية أنه يجوز له الانتفاع من المخلوط بقدر حصته فيه، وكذلك يجوز للآخذ منه هبة أو شراء أو إرثا أن ينتفع به بذلك القدر" ( فقہ البیوع2/1054 ط: مکتبۃ معارف القرآن)