আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
105 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
আমি আমার ব্যবসায়ে ইনভেস্টর নিচ্ছি।ইনভেস্টর যিনি,তিনি তার স্বামীর থেকে টাকাটা নিচ্ছেন,যেটা কি-না তার স্বামী উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বাবার মৃত্যুর পর।তার বাবা NGO তে জব করতেন,সেখানকার প্রভিডেন্ট ফান্ডের টাকাটাই পেয়েছেন ওনারা।সাথে নিজেদের গার্মেন্টস বিজনেসের কিছু জমানো টাকা ছিলো।সব মিলিয়ে যে টাকা,তার ক্ষুদ্র একটা অংশ আমার ব্যবসায়ে ইনভেস্ট করবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে কি এই টাকাটা নেয়া আমার জন্যে জায়েজ(হালাল) হবে?টাকাটা কি হালাল হবে?NGO এর বিস্তারিত কি আমার জানা প্রয়োজন আছে?

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি নিশ্চিতভাবে জানা যায় যে, বিজনেস পর্টনারের মূলধন হারাম, তাহলে এমতাবস্থায় ঐ ব্যক্তির সাথে বিজনেসে শরীক হওয়া জায়েয হবে না।

এখন প্রশ্ন হল, হারাম মূলধনের মালিকের সাথে বিজনেসে শরীক হওয়া যদি নাজায়েয হয়, এখন এমতাবস্থায় কেউ যদি বিজনেস শুরু করে নেয়, তাহলে যার মূলধন হালাল, তার প্রফিট কি হারাম হবে? 
উক্ত প্রশ্নের জবাবে বলা হবে, যার মূলধন হালাল, তার মূলধনের পরিমাণ প্রফিট হারাম হবে না বরং হালাল হবে।

"إن خلط الغاصب المال المغصوب أو الحرام بمال نفسه الحلال، فالصحيح فى مذهب الحنفية أنه يجوز له الانتفاع من المخلوط بقدر حصته فيه، وكذلك يجوز للآخذ منه هبة أو شراء أو إرثا أن ينتفع به بذلك القدر" ( فقہ البیوع2/1054 ط: مکتبۃ معارف القرآن)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...