জবাব
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে উল্লেখিত খেলাধুলা যদি শরীয়ত সম্মত হয়,তাহলে এমন খেলাধুলায় অংশ গ্রহন করা জায়েজ আছে।
আর যদি শরীয়ত সম্মত পদ্ধতি না হয়,তাহলে সেখানে অংশগ্রহণ জায়েজ নেই।
,
আরো জানুনঃ
,
অনেক সময় এসব খেলাধুলায় গান বাজনা,নারী পুরুষ এক সাথে থাকে।
ইসলামে গান বাজনা,বেপর্দা নারী পুরুষ একসাথে প্যান্ডেলে বসে থাকা নাজায়েজ।
সুতরাং এহেন খেলাধুলায় অংশ গ্রহন করা সবই নাজায়েজ।
★★ হাদিস শরীফে এসেছেঃ
আবু মালিক আশআ’রী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لَيَشْرَبَنَّ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ ، يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا ، يُعْزَفُ عَلَى رُءُوسِهِمْ بِالْمَعَازِفِ وَالْمُغَنِّيَاتِ ، يَخْسِفُ اللَّهُ بِهِمْ الْأَرْضَ ، وَيَجْعَلُ مِنْهُمْ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ
আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমনীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন। আর তাদের কিছুকে বানর ও শূকর বানিয়ে দিবেন। (ইবন মাজাহ ৪০২০ সহীহ ইবনে হিব্বান ৬৭৫৮)
আরো জানুনঃ
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,বোন
দিবস পালন সম্পর্কে বিস্তারিত জানুনঃ