আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আমার প্রশ্নটি লেখার আগে সমস্যাটি একটু ভূমিকা করে লিখতে হচ্ছে। আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়তে হবে এজন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সেই সাথে অনেক বেশি শুকরিয়া ও জানাচ্ছি!
আমি আমার স্বামী, একজন মেয়ে সন্তান সহ আমার শ্বশুড়, শ্বাশুড়ি, ননশ, ননদের সাথে একই বাসায় থাকি। আমার ননশ বিবাহিত এবং চাকুরীজীবি। আর উনার দুই সন্তান নিয়ে এখানে থাকেন। উনার স্বামী প্রতি সপ্তাহে এখানে আসেন এবং ৩ দিনের জন্য থাকেন।
আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই ভালো। কিন্তু উনাদের লাইফ স্টাইল, চিন্তাভাবনা, এমনকি খাদ্যাভাস ও আমার সাথে মিলে না। আমি বাকি সব কিছু কম্প্রোমাইজ করে একসাথে থাকতে পারলেও, আমার ননশের সাথে একসাথে থাকাটা কোনভাবেই মেনে নিতে পারছি না।
কারণ যদি আমি সংক্ষেপে বলি, উনি বাসায় থাকেন না। উনার বাচ্চারা ইচ্ছামত যা ইচ্ছা করে, নানা নানী ও সেটা প্রশ্রয় দেন। আমি আমার বাচ্চাকে রুটিনমাফিক একটা লাইফস্টাইল দিতে চাচ্ছি, সেটাতে প্রবলেম হচ্ছে। আবার উনার হাজবেন্ড যখন আসেন, ইচ্ছামত সব রুমে চলাচল করে, তখন আমার স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হয়। তাছাড়া আমি আমার স্বাধীন মত একটা সংসার চাই, যেখানে আমি আমার নিয়ম মত চলব আর সবকিছু চালাব। উনার উপস্থিতিতে সেটা সম্ভব হচ্ছেনা। বাসায় সব কিছু আমার শ্বাশুড়ি আর উনি ডিসাইড করেন।
আমার স্বামী হচ্ছে উনাদের একমাত্র ছেলে সন্তান। আলাদা বাসা নেওয়ার এবিলিটি থাকলেও আমার স্বামী এটাতে রাজি না। আমি বলেছি, তাহলে বাসায় আমাকে আমার মত একটা পরিবেশ দিতে। উনি এই সমস্যা গুলো নিয়ে উনার বাবা মার সাথে, বোনের সাথে কথা বলছে। কিন্তু উনারা গত ৩ বছরেও কোন সমাধান করেননি। আমি নিজে একান্তভাবে আমার শ্বাশুড়িকে আমার সমস্যার কথা ৩/৪ বার বলেছি, কিন্তু উনি কোন সমাধান দিতে পারেন নি।
এই অবস্থায় আমি কি করতে পারি? আমি আমার পরিবারের জন্য একটা দ্বীনী পরিবেশ চাই, আর আমি আমার স্বামী সন্তানকে নিয়ে একটা রুটিনমাফিক জীবন চাই। এই সিচুয়েশনে আমি কি করতে পারি?