আমার বাড়ি বরগুনাতে। বরিশালে পড়াশুনার সুবাদে ১০ বছর যাবৎ থাকি।
কুয়াকাটা আসছি ১ দিনের জন্য। কুয়াকাটা থেকে আমার পৈত্রিক বাড়ি বরগুনার দূরত্ব ৫০ কি.মি
আর বরিশাল থেকে কুয়াকাটার দূরত্ব তো ১০০ কি.মি এর বেশি
এখন কুয়াকাটায় এবং যাত্রাপথের নামাজ কি কসর করতে হবে? আমার বাড়ি থেকে দূরত্ব কাউন্ট হবে? নাকি বরিশাল থেকে আসছি বিধায় বরিশাল থেকে কাউন্ট হবে?