আসসালামু আলাইকুম
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন :
১.আমরা দুই বন্ধু দেশের বাইরে থেকে দুইটি ঘড়ি ক্রয় করি দোকানে কার্ড দিয়ে পেমেন্ট এর সময় অই দেশের লোকাল নাম্ববার দিতে হয় নাহলে কিনা জায় না উনারা বলল যেকোনো লোকাল নাম্বার দিতে তাই আমরা হোটেলের নাম্বার ব্যাবহার করি। বিলের কাগজে Details of receiver এর যায়গাতে যার সিম উনার নাম আসে যিনি একজন অমুসলিম। কিন্তু পেমেন্ট অনুযায়ী আমার নাম আসে। আমরা টুরিস্ট হওয়ায় আমাদের নাম্বার মুখস্ত ছিল না তাই হোটেলের নাম্বার দেই। আমার প্রশ্ন হলো বিল এর কাগজে হোটেলের নাম্বার আর এর মালিক একজন অমুসলিম যার নাম উল্লেখ আছে এতে আমার গুনাহ হবে বা ঈমান বিষয়ক কোন সমস্যা হবে কিনা পরিচয় এর কারনে?
২. ফরয গোসল করার সময় যদি কোনো কারনে বায়ু ত্যাগ হয় অথবা পেশাব বের হয় তখন কি আবার কুলি করা ও নাকে পানি দিতে হবে?
৩. মোবাইল বা যেকোনো জিনিস আয় নাপাকি শুকিয়ে গিয়ে থাকলে মসজিদে নামায পড়ার সময় বের করে পাশে রেখে নামায পড়া যাবে? তরল নাপাকি শুকানো পর ত বুঝা যায় না এমন জিনিস মসজিদে রাখলে কি গুনাহ হবে নামাজ এর সময়?