আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
68 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আসসালামু আলাইকুম ,একটা কম্পলিকেট সিচুয়েশনে পরে গেছি  ।আমার শ্বশুর শাশুড়ী খুবই নরম মানুষ এই কারণে ওনারা সন্তান দের অন্যায় ও স্কিপ করে ভুল গুলো মেনে নেয় গরম হয়ে কিছুই বলতে পারেনা। আমার দেবর জার্মানে গিয়েছিলো আমার শ্বশর অনেক টাকা ধার করে তারে পড়াশোনা করতে পাঠায় ,সে নামাজ পড়ে জাস্ট। কোর আন ও পড়ে ।অন্য আমল আছে কিনা আমার জানা নেই আমার চোখের সামনে পরেনি ।তার হারাম রিলেশনশিপ ছিলো ,মেয়ে এতিম দেখে আমি আমার শ্বশুর কে রাজী করিয়েছি কিন্থ মেয়ে দ্বীনদার না ওয়েস্টার্ণ এবং ব্যাপক ছেলে বন্ধু আছে এটা তার ব্যাপার কিন্তু যেহেতু পরিবারে আসবে আমাকে দায়ীত্ব দেয়া হয়েছে । আমার শ্বশুর রাজী না কোনো ভাবেই সব দিক দিয়েই মেয়েটি অপছন্দের ইভেন মা ও পছন্দ করেনাই ।আমার শ্বশুর কে যাও আমি রাজী করাই দেবর আমাকে পার্সোনালি বলে কিছু করতে সংসার টা সুন্দর থাকুক ভেবেই আমি রাজী করায় মেয়ের পরিবার এর সাথে আমার দেবর মিট করায়ে দেন ইভেন সব ভাবেই আমার শ্বশুর কে ছট করে আমি বুঝাই বলসি আপনার স্ত্রি কে পর্দায় রাখা দায়ীত্ব চ্যাঞ্জ করবেন যেহেতু ছাড়বেন না । কিন্তু ওনি সেখানেও বেপর্দা মাথায় কাপড় ছাড়াই মেয়েকে প্রেজেন্ট করে এবং মেয়েটাও বেয়াদপি করে আমার শ্বশুর ও জাওজ এর সাথে এভাবে কম্পলিকেট হয়ে যায় আর তারা আমার শ্বশুর কে বিয়েতেও নিতে পারেনি একাই বিয়ে করে ফেলে এত কিছু ঘটার পরে আমার দেবর এখন তার বাবা মায়ের সাথে যোগাযোগ করেনা কিন্তু তার স্ত্রীর সাথে সকল এক্টিভিটিস আছে । আমার শ্বশুর অনেক সিক মানুষ অপেন হার্ট সার্জারির রুগী এই ক্ষেত্রে আমার কাছে কোনো অপশন নাই এনাদের এই ডিপ্রেশন থেকে বের করার ।আমি জানতে চাই পিতা মাতার অবাধ্য হয়ে অল্প টাকায় ৫-১০ হাজারে কাবিনে বিয়ে করা জায়েজ কিনা কুফু মিল নেই স্ট্যাটাস ,দ্বীন শালিনতা কিছুই নেই । বাবা মায়ের এই বাধার কারণে কি ওনারা আল্লাহর কাছে শাস্তি পাবে কিনা? আবার আমার সাইড থেকে এইখানে মাথা দেয়াটা উচিত হইসে কিনা? আমাকে আমার স্বামী বাবা মা তিনজনই রাইটস দিছে ওনারা উইক খুব সীদ্ধান্ত হিনতাই ভোগে । আর এমতা অ অবস্থায় আমার দেবর কি সঠিক? ওনার ক্ক এভাবে মাতা পিতা কে কষ্ট দেয়া উচিত হচ্ছে ? বিয়েও করলো বেদ্বীন ,অপেন মাইন্ডেড ,আবার রাগ দেখায়ে ঘরের মনিটর সব ভেংগে ছুরে চলে গেলো বাসায় আসেনা ঘুরছে ফিরছে সব পোস্ট ও দিচ্ছে যা দেখে রিতিমত তার পরিবার ট্রমায় যাচ্ছে ।

1 Answer

0 votes
by (583,050 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- 994  কুফু সম্পর্কে জানতে ভিজিট করুন- 780
চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন- 1525

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে বিয়ে তো বিশুদ্ধ হয়েছে যদি তারা দুইজন সাক্ষীর সামনে ইজাব কবুল করে। যেহেতু আপনি পারিবারিক শৃঙ্খলা ও শান্তির জন্য শশুর শাশিড় কে রাজী করিয়েছেন, তাই বর্তমান পরিস্থিতির জন্য আপনি দায়ী নন। এখন বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দু'আ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...