বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) স্ত্রীর সব ধরনের হক আদায়ের পর নতুন বিয়ের পরেও সমান তালে সব অধিকার পালন করার আত্মবিশ্বাস থাকলেই কেবল যৌক্তিক কারণে দ্বিতীয় বিয়ে করা যায়।
قال اللہ تعالی:فإن خفتم ألا تعدلوا فواحدة الآیة (سورہ نسا، آیت:۳)
আল্লাহতায়ালা বলেন, একাধিক বিয়ের সুবিধা যাদের আছে, তারা যদি সম অধিকার বজায় রাখার ক্ষেত্রে ভীত হও, তাহলে এক বিয়ে পর্যন্তই সীমাবদ্ধ থাক।
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ ﷺ قَالَ : «إِذَا كَانَتْ عِنْدَ الرَّجُلِ امْرَأَتَانِ فَلَمْ يَعْدِلْ بَيْنَهُمَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّه سَاقِطٌ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَأَبُوْ دَاودَ وَالنَّسَائِىُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِىُّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোনো পুরুষের দু’জন সহধর্মিণী থাকে আর সে তাদের মধ্যে যদি ন্যায়বিচার না করে, তবে সে কিয়ামতের দিন একপাশ ভঙ্গ (অঙ্গহীন) অবস্থায় উঠবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-
6683
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাসনা করা কিছু শর্তসাপেক্ষ স্বামীর জন্য জায়েয।
স্বামী যদি স্ত্রীকে ওয়াদা করে যে, সে মাসনা করবে না,তাহলে এজন্য স্বামীর কোনো গুনাহ হবে না। এরূপ ওয়াদা নাজায়েয হবে না। তবে স্বামীকে ব্লাকমেইল করে বাধ্য করা প্রথম স্ত্রীর উচিৎ না।
(২) সপ্তাহের কতদিন স্ত্রী-সন্তান সময় পাবে এবং কতদিন স্বামীর মা-বাবা সময় পাবে ও কতদিন দ্বীনি কাজে সময় ব্যয় হবে? নির্দিষ্ট করে এমন কোনো দিন তারিখ বা সময় শরীয়তে নাই। বরং সবকিছুকে ব্যলেন্স করেই জীবনাতিপাত করতে হবে। হ্যা,প্রয়োজনে নিজ সুবিধা অনুযায়ী ভাগবাটোয়ারা করে নেয়া যেতে পারে। স্ত্রীর হক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
990