এক পুরুষ মানুষ ২ দিন গ্যাপ রেখে রেখে গোসল করেন, এই অভ্যাস বিগত ৫-৬ বছর থেকেই।
এটা উনার মা অনেক অপছন্দ করেন। আজকে যোহরের সময় উনার মা বলেছিলেন যে, "গোসল করে নামাজ পড়ে নেয়।"
কিন্তু ওই ছেলে গোসল করে নাই। উপোরক্ত কথা বলার পর ৩০ মিনিট পরে ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে এবং সাথে ওযু ও করেছে। কিন্তু গোসল করে নাই। ওয়াশরুম থেকে বের হয়ে উনার মা জিজ্ঞেস করলো, "কি রে গোসল করে নামাজ পড়বি না?"
উত্তরে ছেলে বললো, "না, আমি আজকে গোসল করবো না কিন্তু আমি ওযু করে নিয়েছি এভাবে নামাজে যাচ্ছি।"
ছেলের এই কথা শুনার পর মা বললেন, "গোসল না করে বাল ছিড়াতে যাচ্ছে।"
মায়ের এইরকম জবাব আমার কাছে খুব খারাপ লাগছে। কারন, ওই ব্যক্তি গোসল না করুক, কিন্তু নামাজে যাচ্ছে। আবার উনার মা, ছেলে গোসল না করে যাওয়াতে বলছেন "বাল ছিড়তে যাচ্ছে। "
এখন প্রশ্ন হচ্ছে, ছেলে বলছে গোসল না করে নামাজে যাচ্ছে, আবার তার মা প্রতিউত্তরে বলছে "বাল ছিড়তে যাচ্ছে"।
এটা তো নামাজ কেই অপমান কিংবা গালি দেয়া হচ্ছে না?
ওই ছেলের মায়ের এরকম কথা বলাতে ঈমান চলে যাবে কি? কারন, ছেলে বলেছে গোসল না করে নামাজে যাচ্ছে, আর মা বলেছে, "বাল ছিড়তে যাচ্ছে"