প্রায় ৩ বছর আগে হঠাত করে কোন কারন ছাড়াই সারাদিন কান্না করতাম, নিজের রুমে ভয় পেতাম, ভয়ংকর সব স্বপ্ন দেখতাম, কেমন শরীরে মনে হত কেউ সুই ফুরে দিচ্ছে, বিভিন্ন জাগায় ব্যাথা করত।
পরে রুকাইয়া করি প্রায় ১.৫ বছর এবং সুস্থ হই।
পরবর্তীতে কয়েকমাস ধরে কিছু কারনে বাসায় তাবিজ সহ বিভিন্ন জিনিস বাসায় আসে আর সেটা ঘরে ঢুকলে আমি না জানলেও আমার শরীরে আগের মতন শুরু হয়, বিভিন্ন জায়গায় ব্যাথা করে মনে হয় সুই ফুরে দিচ্ছে কেউ, বাসায় থাকতেও ভয় লাগে তখন। আবার বাসা থেকে সব সরিয়ে ফেললে আমি সুস্থ হয়ে যাই। এই কাহিনি বার বার হয়েছে। (আমি অনেক চেষ্টা করেছি কেউ যেন এসব না আনে বাসায় কিন্ত আমি কাউকে থামাতে পারিনি)
এভাবেই চলছিল.. কিন্ত প্রায় ১০/১২ দিন আগে একটা বড় ভুল হয়ে যায়। আমি চেষ্টা করি পূর্ণ পর্দা মেইন্টেন করার, নামাজ পড়ার কিন্ত কিভাবে এই ভুল আমার দ্বারা হয়েছে আমি জানিনা। জিনিসটা ইচ্ছেকৃতভাবেও না এবং এখানে ব্যাপারটা উপভোগও হয়নি থামিয়ে দেয়া হয়েছে, জেনা করে ফেলেছি।
আল্লাহর কাছে মাফ চাই, আমি অনুতপ্ত। কিন্ত সেদিন ওই ঘটনার পরেই দেখি আমার গালে অনেক আচরের দাগ, এরপর ওইদিন রাতেই ঘটে যাওয়া ব্যাপারগুলো ভয়ংকএ ভাবে স্বপ্নে দেখি, এরপর থেকেই আমার আবার ওভাবে শুরু হয় যে শরীরে বিভিন্ন জায়গায় ব্যাথা মনে হয় সুই ফুরে দিচ্ছে কেউ, গালে গোটা গোটা উঠে যায় । এরপরে বদনজরের গোসল করলে ব্যাপারটা কমে কিন্ত এখন কন্টিনিউয়াসলি ব্যাপাটা হচ্ছে। এমনকি হুট করেই প্রিয়ড হয়েছে সকালে ডেট আরও ৭/৮ দিন পরে। তবে ব্লেডিং হচ্ছে না।
এখানে একটা প্রশ্ন করতে চাই জেনার কারনে জ্বীনের আছর লাগার সম্ভাবনা আছে কিনা এবং যদি হ্যা হয় তবে এর থেকে মুক্তির উপায় কি ? যেহেতু একটা ভুল হয়ে গেছে এই মুহুর্তে তওবা করার পরে ছেলে মেয়ে উভয়ের এখন কি করা উচিত? ছেলের বাসায় জানে মেয়ে সম্পর্কে কিন্ত স্টুডেন্ট তাই বিয়ের ব্যাপার আগাচ্ছেনা। যদি বিয়ে করা সমাধান হয় তবে পরিবার না জানিয়ে করা যাবে কিনা