আসসালামুআলাইকুম।আকিদা ক্লাসে উস্তাদ বলেছেন,চার মাযহাবের যেকোনো একটা ফলো করতে,নইলে প্রবৃত্তির অনুসরণ করার সম্ভাবনা থাকে।আমার প্রশ্ন- যেহেতু আমি কোনটা একদম সঠিক তা নিজ ইল্মে বোঝার সামর্থ্য রাখি না,সাধারণত বিভিন্ন আলেমদের লেকচার শুনে আর কিছুটা বই পড়েই জানার ও মানার চেষ্টা করি।যে মাসয়ালাগুলোতে মতভেদ আছে,সে বিষয়গুলোতে (যেমনঃনারী পুরুষের নামাজে পার্থক্য ) যদি আমার কাছে কোন আলেমের দেওয়া দলিলের ভিত্তিতে বেশি উত্তম মনে হয় এমন মাসয়ালা যেটা আমার মাযহাব হানাফী এর সাথে মিলে না,তবে কি আমি আমার কাছে যেটা উত্তম মনে হয় সেটা আমল করতে পারবো?নাকি আমাকে সব মাসয়ালার ক্ষেত্রে নির্দিষ্ট একটি মাযহাবই ফলো করতে হবে?না করলে কি খেয়াল খুশির অনুসরণ হবে?হানাফী হয়ে অন্য মত গ্রহন করে আমল করলে কি গুনাহগার হব? আমি এই বিষয়টি নিয়ে বেশ কনফিউজড।তাড়াতাড়ি উত্তর দিলে খুব উপকার হয়। জাযাকাল্লাহু খইরন