আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
201 views
in সাওম (Fasting) by (2 points)
Jemon Kew osusto hoile tar valor jonno Siam  onno Kew palon korte parbe ki?

1 Answer

0 votes
by (597,330 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-

কেউ যদি আল্লাহর কোন একটি আনুগত্য পালন করার মানত করে যেমন- নামায, রোজা তাহলে সে মানত পূর্ণ করা ওয়াজিব। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী: “যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মানত করেছে তার উচিত সে আনুগত্য পূর্ণ করা। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হওয়ার মানত করেছে সে আল্লাহর অবাধ্য হবে না।”[সহিহ বুখারি]

অতএব কোন ব্যক্তি যদি নির্দিষ্ট কিছুদিন রোজা রাখার অথবা দুই রাকাত নামায পড়ার অথবা বিশেষ সম্পদ সদকা করার মানত করে থাকে তার উচিত সে আনুগত্যের কাজ পালন করা। কেননা আল্লাহ তাআলা মুমিনদের প্রশংসা করতে গিয়ে বলেন: “তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যেদিনের অনিষ্ট সম্প্রসারিত।”[সূরা আল-ইনসান, আয়াত: ৭] এবং কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্বোক্ত হাদিসে মানত পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। 

মান্নতের রোজার বিবিধ মাসাঈল
• যদি কেউ আল্লাহর নামে রোজা রাখার মান্নত করে তাহলে সেই রোজা রাখা ওয়াজিব হয়ে যায়৷ তবে কোন শর্তের ভিত্তিতে মান্নত করলে, সেই শর্ত পূরণ হওয়ার পূর্বে ওয়াজিব হয় না, শর্ত পূরণ হলেই ওয়াজিব হয়৷
• কোন নির্দিষ্ট দিনে রোজা রাখার মান্নত করলে এবং সেই দিন রোজা রাখলে রাত্রেই নিয়ত করা জরুরি নয়৷ দুপুরের এক ঘন্টা পূর্বে পর্যন্ত নিয়ত করা দূরস্ত আছে৷
• কোন নির্দিষ্ট দিনের রোজা রাখার মান্নত করলে এবং সেই দিন সে রোজা রাখলে মান্নতের রোজার নিয়ত করুক বা শুধু রোজার নিয়ত করুক বা নফল বলে নিয়ত করুক মান্নতের রোজা আদায় হবে৷ তবে কাযা রোজার নিয়ত করলে কাযা আদায় হবে মানতের রোজা আদায় হবে না৷
• কোন দিন তারিখ নির্দিষ্ট করে মান্নত না করলে যে কোনদিন সে মান্নতের রোজা রাখা যায়৷ এরূপ মান্নতের রোজার নিয়ত সুবহে সাদিকের পূর্বেই হওয়ার শর্ত৷
• কোন নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট মাসে রোজা রাখার মান্নত করলে সে নির্দিষ্ট দিনে বা তারিখে বা মাসে রোজা রাখা জরুরি নয়৷ অন্য যেকোনো সময় রাখলেও চলবে৷
• যদি একমাস রোজার রাখার মান্নত করে তাহলে পুরো একমাস লাগাতার রোজা রাখতে হবে৷
• যদি কয়েক দিন রোজা রাখার মান্নত করে তাহলে একত্রে রাখার নিয়ত না থাকলে সে কয়েকদিন ভেঙে ভেঙে রাখলেও চলবে৷ আর একত্রে রাখার নিয়ত করলে একত্রে রাখতে হবে৷(সংগৃহিত)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 197 views
0 votes
1 answer 115 views
0 votes
1 answer 191 views
...