আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!
আমি আমার শ্বশুড়, শ্বাশুড়ি, ননস, তার সন্তানরা এবং আমার ননদ সহ একই বাসাতে থাকি। এখন তো প্রচন্ড গরম পড়ছে৷ আর আমি আর আমার স্বামী সন্তান যে রুমে থাকি সেটা অন্য রুমের চেয়ে আরো বেশি গরম হয়ে থাকে। আর আমি ছোটবেলা থেকে গরম সহ্য করতে পারিনা একদমই। অতিরিক্ত গরমে আমি মানসিক ভাবেও অসুস্থ হয়ে যাই। এখন আমি আমার স্বামীকে বলেছি যে আমাদের রুমে এসি লাগিয়ে দিতে। এখন সে বলছে, বাকি সবার রুমে এসি নেই, আমরা লাগাতে পারব না। কিন্তু আমার শ্বশুড় আর ননস দুইজনেই এখন চাকরিতে আছেন, উনারা চাইলে নিজেদের রুমে এসি লাগাতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি আমাদের রুমে এসি লাগাই, এতে আমাদের কোন গুনাহ হবে কিনা।আর আমার আবদার কি আমাকে গুনাহের ভাগীদার করছে কিনা।
জাযাকাল্লাহ!