আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
148 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (53 points)
edited by
১. ওষুধ কোম্পানি থেকে পাওয়া ওষুধ বিক্রি করা জায়েজ?

২.ওষুধ কোম্পানি থেকে পাওয়া ওষুধ ফার্মেসি থেকে এক্সচেঞ্জ করা জায়েজ?

৩.ওষুধ কোম্পানি থেকে পাওয়া ওষুধ যেগুলা ডাক্তারের প্রয়োজন হয় না, সেগুলো কি করা উচিৎ?

অনেক ওষুধ থাকে যেগুলো আত্মীয়দের প্রয়োজন হয় না। সেই অপ্রয়োজনীয় ওষুধ গুলো বিক্রি করা জায়েজ?

৪.ওষুধ কোম্পানি থেকে পাওয়া ওষুধ প্রয়োজন নাই তাদেরকে জানালে, তারা যদি ডাক্তারের প্রয়োজনীয় ওষুধ দেয়; সেটা কি নেয়া জায়েজ হবে?

৫.হারাম উপার্জনকারী যদি সালাত হিজাব গিফট করে;সেটা পরিধান করে সালাত আদায় করা যাবে?

৬.হারাম উপার্জনকারী টাকা উপহরসা হিসেবে দিলে সে টাকা দিয়ে নিজের প্রয়োনীয় কিছু কিনে ব্যবহার করা কি জায়েজ হবে?

ফোনে ইন্টারনেট কিংবা টাকা রিচার্জ করা যাবে?

জায়েজ না হলে সে টাকা দিয়ে করণীয়?

৭.হারাম উপার্জনকারী জামা কাপড় দিলে সেটা পরিধান করা জায়েজ হবে? সালাত আদায় করলে সালাত আদায় হবে?

৮. বাংলাদেশে যে ভোট হয়, উপজেলা নির্বাচনের কোনো দায়িত্ব নিলে; যেমন : প্রিজাইডিং অফিসার , সহকারী প্রিজাইডিং অফিসার - ইনাদেরকে যে টাকা দেয়া হয়, সেটা কি হালাল হবে?

৯.সালাত হিজাবে যদি চুল কতটুকু, শরীরের অবয়ব বুঝা যায়,তাহলে সালাত কি সহীহ হবে?

সালাতের হিজাব কেমন হওয়া উচিত?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওষুধ কোম্পানি তাদের ওষুধের নাম লেখার জন্য ডাক্তারদের যে দামি-দামি জিনিস পত্র, নগদ অর্থ ইত্যাদি দেওয়া হয় তাও শরিয়ত সম্মত নয়। কারণ এটিও শরিয়তের দৃষ্টিতে বিনিময়হীন উৎকোচের শামিল। কেননা রোগির জন্য কোন গ্রুপের এবং কোন কোম্পানীর ওষুধ সর্বাধিক কার্যকরী তা লিখে দেয়া একজন চিকিৎসকের পেশাগত দায়িত্ব। অবশ্য বিভিন্ন ছোটখাট স্টেশনারি সামগ্রী নেয়া যেতে পারে।
যেমন : কলম, প্যাড ইত্যাদি। এগুলোতে ঔষধ কোম্পানির ট্রেডমার্ক এবং উৎপাদিত পণ্যের ট্রেড ন্যাম ছাপানো থাকে। মূলত এগুলো কোম্পানির বিজ্ঞাপনের কাজ দেয়। তাছাড়া পণ্যগুলো এজন্যে নয় যে, সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করা যাবে। তাই এসব বিবেচনায় স্টেশনারি সামগ্রী গ্রহণ করা বৈধ।
সূত্র : বাস্তব জীবনে হারামের অনুপ্রবেশ,আল্লামা তাকি উসমানি দাঃবাঃ লিখিত । এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 13447 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১+২+৩+৪)
ডাক্তারদের যেসব স্যাম্পল ওষুধ দেয়া হয়, সেগুলো যদি পরিমাণে কম হয়, এবং এগুলো যদি ডাক্তারদের অন্তরে স্বজনপ্রীতি তৈরী না করে, তাহলে এগুলো নিজে ব্যবহার করার অনুমোদন থাকবে। নিজের প্রয়োজন না থাকলে বিক্রি করাও জায়েয হবে। তবে যদি ডাক্তারদের অন্তরে স্বজনপ্রীতি তৈরী করার সমূহ সম্ভাবনা থাকে, তাহলে এগুলো গ্রহণ করা বা বিক্রি করা কোনোটাই জায়েয হবে না।

(৫) হারাম উপার্জনকারী যদি সালাত হিজাব গিফট করে; সেটা পরিধান করে সালাত আদায় করা মাকরুহ হবে।

(৬) হারাম উপার্জনকারী টাকা উপহার হিসেবে দিলে সে টাকা দিয়ে নিজের প্রয়োনীয় কিছু কিনে ব্যবহার করা জায়েয হবে না।সে টাকা ফিরিয়ে দিতে হবে বা সদকাহ করতে হবে।

(৭) হারাম উপার্জনকারী জামা কাপড় দিলে সেটা পরিধান করা জায়েয হবে না। সালাত আদায় করলে সেই সালাত সালাত আদায় মাকরুহ হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 1900 

(৮) প্রিজাইডিং অফিসার , সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে যেই টাকা দেয়া হয়, সেটা হালাল হবে যদি তারা অন্যায় কোনো কাজ না করে।

(৯) সমস্ত চুল ঢেকে যায় এমন পোষাক পরিধান করে নামায পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...