ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোগলের তথ্যমতে মান্ডালাঃ
মান্ডালা শব্দের অর্থ চক্র। সংস্কৃত থেকে শব্দটির উৎপত্তি। হাতে আঁকা, রঙিন চিত্র বা জ্যামিতিক কোনো আকৃতি যদি পরপর একইভাবে সাজানো হয় তবেই তা তৈরি করে মান্ডালা। মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে তাই আধ্যাতিকতায় মান্ডালাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। ধ্যানে মনকে পরিপূর্ণরূপে স্থির রাখতে মান্ডালার চর্চা করা হয়। ধ্যানের গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছাতে মান্ডালাকে বিশেষ উপায় হিসেবে ব্যবহার করেন ধর্মীয় সাধকরা। হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, জৈনধর্মসহ আরও কিছু ধর্মে মান্ডালার ব্যবহার দেখতে পাওয়া যায়। বৌদ্ধ সাধকদের হাতে শুরু হওয়া আঁকা মান্ডালায় সাধারণত পাওয়া যায় একটি বৃত্ত সঙ্গে তার ভেতরে বেশ কয়েকটি চতুর্ভুজ। মূল বৃত্তের কেন্দ্রকে ঘিরে প্রতিটি ধাপ পৃথকভাবে সাজানো থাকে। সাধারণত কাগজ, কাপড়, ব্রোঞ্জ বা পাথরের ওপরে আঁকা হয়ে থাকে। সাধকরা বিশ্বাস করেন মান্ডালার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দিক তুলে আনা যায়। ধর্ম সমাজ সংস্কৃতি সবকিছু ছাপিয়ে এই শিল্প তার দুর্দান্ত উপস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মন জয় করে চলেছে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু মান্ডালা বিধর্মীদের সাংস্কৃতিক অংশ। তাই এটা জানার পর কোনো মুসলমানের জন্য এটা আকা জায়েয হবে না। তাতে ছবি না থাকলেও যেহেতু এখানে অমুসলিমদের সাদৃশ্যতা রয়েছে, তাই জায়েয হবে না।
হ্যা, মান্ডালা না একে বরং প্রকৃতিক যেকোনো দৃশ্য অঙ্কন করা যাবে।